advertisement
করোনায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের এভাবে আক্রান্ত হওয়ায় বিপদ ঘনাচ্ছে গোটা দেশেই৷ কারণ, যাঁরা করোনা রোগীদের চিকিত্সার দায়িত্বে, তাঁরাই আক্রান্ত হয়ে গেলে স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে তা অত্যন্ত সঙ্কটের পরিস্থিতি৷
আজ অর্থাত্ বুধবার আরজি কর-এর সুপার একটি চিঠি পাঠান রাজারহাটের ক্যান্সার হাসপাতালে তৈরি কোয়ারেন্টাইন সেন্টার কর্তৃপক্ষকে। সেই চিঠিতে জানানো হয়, আরজি কর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক ডাক্তার কয়েক দিন আগে এক করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। ফলে তাঁর শরীরেও সংক্রমণ ধরা পড়ে। আর এই ডাক্তারের সংস্পর্শে এসেছিলেন ৯ ডাক্তার। তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷
advertisement
Location :
First Published :
Apr 22, 2020 9:03 PM IST
