দেশে মোট ৭৩৩টি জেলা রয়েছে৷ কোন জেলা কোন জোনের আওতায় রয়েছে, তার সর্বশেষ যে তালিকা কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে, তাতেই ১৮ শতাংশ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে৷
কেন্দ্রীয় তথ্য বলছে, ৭৩৩টি জেলার মধ্যে ১৩০টি জেলা রেড জোনের আওতায় রয়েছে৷ ২৮৪টি জেলা রয়েছে অরেঞ্জ জোনে৷ আর ৩১৯টি জেলা রয়েছে গ্রিন জোনে৷
advertisement
স্বস্তির বিষয় হলো, এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলাই গ্রিন এবং অরেঞ্জ জোনের আওতায় চলে এসেছে৷ নতুন করে ১৪ দিনের লকডাউনের পর এই ছবিটা আরও ইতিবাচক হবে বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা৷
যে জেলাগুলিতে কোনও আক্রান্তের খোঁজ মেলেনি অথবা যেখানে গত একুশ দিনে কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি, সেই জেলাগুলিকে গ্রিন জোনের আওতায় রাখা হয়েছে।
আবার মোট আক্রান্তের সংখ্যা, কত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, পরীক্ষার সংখ্যাই কত, এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে রেড জোন চিহ্নিত করা হয়েছে। আর যে এলাকাগুলো রেড বা গ্রিন জোনে নেই, সেগুলিকে অরেঞ্জ জোনে রাখা হয়েছে।
প্রতি সপ্তাহেই জেলাগুলির পরিস্থিতি পর্যালোচনা করে নতুন তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ রাজ্যগুলি চাইলে নিজেদের সিদ্ধান্তে কোনও জেলাকে গ্রিন থেকে অরেঞ্জ বা রেড জোনের আওতায় আনতে পারে৷ কিন্তু কেন্দ্র কোনও জেলাকে রেড বা অরেঞ্জ জোন হিসেবে চিহ্নিত করলে সেখানে কোনওরকম শিথিলতা দেখাতে পারবে না রাজ্যগুলি৷