করোনা ঠেকাতে দেশ জুড়ে লকডাউন ৷ লকডাউন যাতে ঠিকমতো মানা হয় তার জন্য সর্বত্র কড়াকড়ি ৷ এক রাজ্যের সীমানা পেরিয়ে অন্য রাজ্যে যাতে কেউ না ঢুকে পড়ে তার জন্য চলছে নাকা চেকিং ৷ মধ্যপ্রদেশে ইন্দোরের কাছে শনিবার এমনই চেকিংয়ের সময় সামনে এল চমকে দেওয়া ঘটনা ৷ সিমেন্ট মিক্সার গাড়ির ভিতরে উঁকি মারতেই চক্ষু চড়কগাছ পুলিশকর্মীর ৷ এক-দুজন নয়, ১৮ জন মানুষ গাদাগাদি করে লুকিয়ে বসে আছেন দমবন্ধ করা সিমেন্ট মিক্সার ট্রাকের পেটের মধ্যে ৷
advertisement
পুলিশ জানিয়েছে, লকডাউনে বাড়ি ফেরার অন্য কোনও রাস্তা না পেয়ে এই পথই বেছে নিয়েছিলেন ১৮ পরিযায়ী শ্রমিক ৷ মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে নিজেদের গ্রামে ফিরতে শুক্রবার ট্রাকে ওঠেন ৷ মধ্যপ্রদেশের সীমানায় প্রবেশ করতেই নাকা চেকিংয়ে ফাঁস হয় আসল ঘটনা ৷ মধ্যপ্রদেশের ডিএসপি, উমাকান্ত চৌধুরি বলেন, ‘ট্রাক মালিকে বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সিমেন্ট মিক্সারটিকে আনা হয়েছে পুলিশ স্টেশনে ৷ ওই ১৮ জন পরিযায়ী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার পর অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাদের বাড়ি পৌঁছানোর জন্য একটি বাসের ব্যবস্থাও ইতিমধ্যে করে দিয়েছে প্রশাসন ৷’
উল্লেখ্য, ঘরে ফিরতে মরিয়া চেষ্টা এই প্রথম নয় ৷ বাড়ি ফিরতে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে ক্লান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়ার মতোও ঘটনা সামনে এসেছে ৷ প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন খবরই আসছে লকডাউনে বন্ধ সমস্ত পরিবহন ৷ তবু আশ্রয়-সম্বলহীন মরিয়া হাজার হাজার শ্রমিক হাঁটছেন হাজার হাজার কিলোমিটার, শুধু নিজেদের ভিটেমাটিতে পৌঁছনোর তাড়নায় ৷