TRENDING:

100 Crore Vaccination: ১০০ কোটির মাইলফলক পার দেশের! করোনা টিকাকরণে প্রথম পাঁচে পশ্চিমবঙ্গ?

Last Updated:

100 Crore Vaccination: টিকাকরণের (Covid-19 Vaccination) এই মাইলস্টোন উদযাপনে কেন্দ্র একটি গান লঞ্চ করতে চলেছে আজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিশ্বে কোভিড ১৯ (Covid-19 Vaccination)টিকাকরণে নজির গড়ল ভারত! করণের বিরুদ্ধে দেশের লড়াই জারি। আজই ভ্যাকসিনের ডোজে ১০০ কোটির মাইলফলক(100 Crore Vaccination) অতিক্রম করেছে ভারত। সরকারের কোউইন ওয়েবসাইট অনুসারে, ৭০ কোটিরও বেশি মানুষকে প্রথম ডোজ (Covid-19 Vaccination) দেওয়া হয়েছে এবং ২৯ কোটি মানুষকে সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে। শীর্ষ পাঁচটি রাজ্য যা সর্বাধিক সংখ্যক ডোজ দিয়েছে, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাট এবং মধ্যপ্রদেশ।
অন্যদিকে, ওমিক্রন রুখতে কেন্দ্রীয় সরকারের অন্যতম হাতিয়ার টিকাকরণ। ইতিমধ্যে দেশে ১৩৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৬ লক্ষ টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একশো শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, ওমিক্রন রুখতে কেন্দ্রীয় সরকারের অন্যতম হাতিয়ার টিকাকরণ। ইতিমধ্যে দেশে ১৩৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৬ লক্ষ টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একশো শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে।
advertisement

advertisement

আরও পড়ুন : বাম্পার খবর! ২০২২-এ বাড়ছে বেতন, কোভিড ধাক্কা সামলে ফিরছে অর্থনীতি...

বুধবারই কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানান হয় প্রায় ১০০ কোটি টিকাকরণ (100 Crore Vaccination)  হয়ে গিয়েছে দেশে। এরপর আজই সেই মাইলস্টোন অতিক্ক্রম করে গেল দেশ। উৎসব আবহে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ছিল। তাই আগাম সতর্কতা নিয়েই করোনা টিকাকরণ জোরকদমে জারি রেখেছিল কেন্দ্র। প্রাথমিকভাবে দেশবাসীকে টিকা(100 Crore Vaccination)  নেওয়ার জন্য উৎসাহ দিতে করোনা টিকা নিলে নানা ক্ষেত্রে নানা ছাড়ও দেওয়া হয়েছিল।

advertisement

advertisement

টিকাকরণের (Covid-19 Vaccination) এই মাইলস্টোন(100 Crore Vaccination)  উদযাপনে কেন্দ্র একটি গান লঞ্চ করতে চলেছে আজ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড মনসুখ মাণ্ডব্য জানান, 'শুধু গান নয়, থাকবে অডিও ভিস্যুয়ালও।' সূত্রের খবর, রাজধানীর লালকেল্লা থেকে এই অডিও ভিস্যুয়াল ক্লিপটি রিলিজ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৯.১২ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশব্যাপী চলা টিকাকরণ কর্মসূচীতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

এদিকে, পুজো মিটতেই রাজ্যে লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা গ্রাফ (Covid-19 Vaccination)। একলাফে বেশ কিছুটা বেড়ে বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত ৮৬৭ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৭২৬, আর সোমবারে যা ছিল ৬৯০। গত কয়েকদিনের মতো আশঙ্কা বাড়িয়ে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২৪৪ জন। পাশপাশি রাজ্যে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার থেকেই ফের রাজ্যজুড়ে জারি হয়ে যাচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ। উৎসবের মরশুমে জনসাধারণের সুবিধার কথা ভেবে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাজ্যে রাত্রিকালীন বিধিনিষেধে অল্প ছাড় দেওয়া হয়েছিল। তবে বহাল রাখা হচ্ছে নাইট কার্ফু।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
100 Crore Vaccination: ১০০ কোটির মাইলফলক পার দেশের! করোনা টিকাকরণে প্রথম পাঁচে পশ্চিমবঙ্গ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল