দিনহাটার এক স্থানীয় বাসিন্দা রানা বণিক বলেন, "দিনহাটা শহর প্রথম থেকেই সুন্দর একটি শহর। এই শহরকে আরোও সুন্দর করে তুলতে বারংবার কাজ করতে দেখা গিয়েছে দিনহাটা পৌরসভাকে। এবারও তার অন্যথায় হলো না। এবার দুর্গাপুজোয় দিনহাটা শহরে রয়েছে বেশ অনেকগুলি বিগ বাজেট পুজো। তাই পূজোর আগে শহরকে আরো সুন্দর করে তুলতে, দিনহাটা পৌরসভার এই উদ্যোগে আমরা রীতিমতো খুশি।"
advertisement
আরও পড়ুন- তোলপাড় ফেলে দিল সিবিআই, SSC কাণ্ডে হানা উত্তরবঙ্গে! ঢুকল সুবীরেশের চেম্বারে
প্রসঙ্গত, দিনহাটা শহরের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিছুদিন আগেই তার দায়িত্বভার সামলেছেন। আর তারপর থেকেই উন্নয়নের মাত্রা দিনহাটা শহরের বুকে যেন অনেকটাই বেড়ে গিয়েছে। মন্ত্রীর স্নেহধন্য দিনহাটা পৌরসভার চেয়ারম্যান আরো অনেকটাই সচেষ্ট হয়ে উঠেছেন শহরটাকে আরো ভালো করে সাজিয়ে তুলতে।
আরও পড়ুন-
সার্থক পন্ডিত





