আরও পড়ুন: স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট কেন্দ্রীয় প্রতিনিধির
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পণ্যবোঝাই ট্রাকটি ময়নাগুড়ির থেকে চ্যাংরাবান্ধার দিকে আসছিল। হঠাৎ করেই রাস্তার মাঝে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই ট্রাকটি দ্রুত গতিতে একটি দোকানে ধাক্কা মেরে ভেঙে চুরমার করে দেয়। তারপর সেটি সোজা গিয়ে দোকানের পেছনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এই দুর্ঘটনার পরই এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। এরপর দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় এলাকা থেকে।
advertisement
দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে ক্রেনের মাধ্যমে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ।
সার্থক পণ্ডিত