ঘুঘুমারি এলাকার ৪/১৫৩ নং বুথের প্রার্থী দিপালী মজুমদার সেন জানান, তাঁর বুথের মধ্যে ঢোকার আগেই গণনা পর্ব শেষ করা হয় তাঁর বুথের। এবং তারপর সার্টিফিকেট নিয়ে নেওয়ার অভিযোগ বিরোধীদলের বিরুদ্ধে। তাঁর অনুপস্থিতিতে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীর সামনে গোটা গণনা হয়। এই জন্য তিনি বর্তমানে আবারও গণনার আবেদন জানাচ্ছেন। ওই প্রার্থী জানান, “আমর বুথ হারার না জেতার। ওরা হারিয়ে দিয়েছে। আমি গণনা কেন্দ্রে ঢোকার আগেই গণনা শেষ। আমি আবার গণনা চাইব। কারণ আমি তো জানলামই না ওখানে সাপ মরলো না ব্যাঙ মরলো, নাকি গণনা হল!”
advertisement
আরও পড়ুন: নজরে দিনহাটা! ভোট গণনার ফল তৃণমূলের পক্ষে যেতেই শুরু কাণ্ড! জানুন কী ঘটছে জেলায়
আরও পড়ুন:
তবে এই ঘটনার জেরে বুথের ভেতরেই তীব্র বচসায় জড়িয়ে পড়েন ওই বিজেপি প্রার্থী। ঘটনার পরিস্থিতি মোকাবেলা করতে এগিয়ে আসে পুলিশ। পরবর্তী সময়ে ওই প্রার্থীকে সেন্টারের বাইরের বের করা হয়। ঘটনায় ডিসিআরসি সেন্টারের ভেতর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সার্থক পন্ডিত
