TRENDING:

Panchayat Election Results 2023: 'গণনা হল নাকি সাপ মরলো না ব্যাঙ!' বিজেপি প্রার্থীর অভিযোগে তুলকালাম! ফের গণনার দাবি!

Last Updated:

Panchayat Election Results 2023: এই ভোট গণনা কেন্দ্রে যা ঘটল জানলে ভয় হবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: নির্বাচনের গণনা পর্বের সকাল বেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় গণনা কেন্দ্রের মধ্যে। মূলত ব্যালট পেপারের মধ্যে কালি ঢেলে দেওয়ায় অভিযোগ ওঠে এক তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে। এবার আবারও উত্তেজনা ছড়ালো ওই একই কেন্দ্রে। বিজেপি দলের প্রার্থীর অনুপস্থিতিতে গণনা শেষ করে সার্টিফিকেট বিলির অভিযোগ ডিসিআরসি সেন্টারের আধিকারিকদের বিরুদ্ধে।
advertisement

ঘুঘুমারি এলাকার ৪/১৫৩ নং বুথের প্রার্থী দিপালী মজুমদার সেন জানান, তাঁর বুথের মধ্যে ঢোকার আগেই গণনা পর্ব শেষ করা হয় তাঁর বুথের। এবং তারপর সার্টিফিকেট নিয়ে নেওয়ার অভিযোগ বিরোধীদলের বিরুদ্ধে। তাঁর অনুপস্থিতিতে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীর সামনে গোটা গণনা হয়। এই জন্য তিনি বর্তমানে আবারও গণনার আবেদন জানাচ্ছেন। ওই প্রার্থী জানান, “আমর বুথ হারার না জেতার। ওরা হারিয়ে দিয়েছে। আমি গণনা কেন্দ্রে ঢোকার আগেই গণনা শেষ। আমি আবার গণনা চাইব। কারণ আমি তো জানলামই না ওখানে সাপ মরলো না ব্যাঙ মরলো, নাকি গণনা হল!”

advertisement

আরও পড়ুন:  নজরে দিনহাটা! ভোট গণনার ফল তৃণমূলের পক্ষে যেতেই শুরু কাণ্ড! জানুন কী ঘটছে জেলায়

আরও পড়ুন:

তবে এই ঘটনার জেরে বুথের ভেতরেই তীব্র বচসায় জড়িয়ে পড়েন ওই বিজেপি প্রার্থী। ঘটনার পরিস্থিতি মোকাবেলা করতে এগিয়ে আসে পুলিশ। পরবর্তী সময়ে ওই প্রার্থীকে সেন্টারের বাইরের বের করা হয়। ঘটনায় ডিসিআরসি সেন্টারের ভেতর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

সার্থক পন্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Panchayat Election Results 2023: 'গণনা হল নাকি সাপ মরলো না ব্যাঙ!' বিজেপি প্রার্থীর অভিযোগে তুলকালাম! ফের গণনার দাবি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল