TRENDING:

Cooch Behar News: ফিল্মি কায়দায় অলঙ্কার ব্যবসায়ীর গয়না ভর্তি ব্যাগ ছিনতাই কোচবিহারে

Last Updated:

ব্যবসায়ীর ব্যাগে কম করেও ১০ লক্ষ টাকার সোনার গহনা ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: পুজোর প্রাক মুহূর্তে ফিল্মি কায়দায় এক অলঙ্কার ব্যবসায়ীর গহনা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা! কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের কলাবাগান চৌপথী এলাকায় এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যবসায়ীর ব্যাগে কম করেও ১০ লক্ষ টাকার সোনার গহনা ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
গয়না ভর্তি ব্যাগ ছিনতাই
গয়না ভর্তি ব্যাগ ছিনতাই
advertisement

আরও পড়ুন Cooch Behar News: নামেই রানি বাগান! জঙ্গল ও আগাছায় ভর্তি বাগানে বাড়েছে সাপের উপদ্রব

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, 'কলাবাগান এলাকার অলঙ্কার ব্যবসায়ী মুকুল পোদ্দার ও স্ত্রী, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি বাইকে দুজন যুবক এসে মুকুল বাবুর স্ত্রীর হাতে থাকা গহনার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ওই সময় চিৎকার শুনে কিছু লোকজন ছুটে আসার ফলে সামন দিকে পালাতে গিয়ে বাধার সম্মুখীন হয় দুষ্কৃতীরা। পরে বাইক ঘুরিয়ে ফের যেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেই রাস্তা দিয়েই প্রচন্ড বেগে পালিয়ে যায় সেই দুষ্কৃতীরা। ওই সময় কয়েকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা সামান্য আহত হন বলে জানা গিয়েছে।'

advertisement

আরও পড়ুন Birbhum News : রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! বাড়িতে হুলুস্থুল

রাতেই ওই ঘটনা নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে ওই অলঙ্কার ব্যবসায়ী। এদিন সকালে স্থানীয় কাউন্সিলরকে নিয়ে কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ সেই ব্যবসায়ীর দোকান পরিদর্শনে যান। তিনি বলেন, "এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে আর না হয় তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করবেন।

advertisement

একই সঙ্গে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বার করে তাদের দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা কথা বলবেন এছাড়া ছিনতাই হওয়া সামগ্রীও দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।"কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, "এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার করা হবে। আমাদের হাতে বেশ কিছু প্রমাণ ইতিমধ্যেই এসে পৌছেছে। তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। তবে দোষীদের দ্রুত গ্রেফতারকরে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো হয় উগ্র 'চামুন্ডা মতে', কঙ্কালসার দেবীর দর্শনে গা ছমছম করবে
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ফিল্মি কায়দায় অলঙ্কার ব্যবসায়ীর গয়না ভর্তি ব্যাগ ছিনতাই কোচবিহারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল