কোচবিহার বানেশ্বর শিব মন্দিরের গুগল ম্যাপ লিঙ্ক:
মন্দিরে ঘুরতে আসা এক ব্যক্তি সুজিত দাস বলেন, "রাজ আমলের প্রাচীন এসব মন্দিরে মাঝে মাঝেই ঘুরতে আসতে ভাল লাগে। সুযোগ পেলেই আমি এই মন্দিরে বাড়ির লোকেদের নিয়ে চলে আসি। এখানে আসলে মানসিকভাবে একটা অদ্ভুত শান্তি উপভোগ করি।"
advertisement
বর্তমানে এই বানেশ্বর শিব মন্দির একটি রাজ্য সংরক্ষিত স্মৃতিস্তম্ভ রূপে কোচবিহারে রয়েছে। এই মন্দিরে ভগবান শিব পূজিত হয়ে আসছেন বহুদিন ধরে। তবে ভগবান শিবের পাশাপাশি এই মন্দিরে দেবী দুর্গার পুজোও হয়ে আসছেন রাজামল থেকে। কোচবিহারের তৎকালীন মহারাজার স্বপ্নে পাওয়া দেবী দুর্গার মূর্তি বানিয়ে এখানে দুর্গাপুজো করা হয়। তবে এই মূর্তির কিছু বিশেষত্ব রয়েছে। এখানে দেবী দুর্গার পাশে থাকেন না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। তাদের বদলে এখানে দেবী দুর্গার পাশে থাকেন জয়া-বিজয়া।
এই মন্দিরের দুর্গা পূজার বিষয়ে এখানকার পুরোহিত দেবাশীষ ঠাকুর জানান, "দীর্ঘ রাজ আমল থেকে এই মন্দিরে দুর্গাপুজো হয়ে আসছে। কোচবিহারের রাজার স্বপ্নে দেখতে পাওয়া এই মূর্তি দিয়ে এখানে পুজো করা হয়। এছাড়া এখানের দুর্গা পুজোয় সন্ধি পুজোর সময় পায়রা বলি প্রথা প্রচলিত আছে। প্রচুর দর্শনার্থী আসেন এই মন্দিরে পুজোর সময়।"
Sarthak Pandit





