TRENDING:

Cooch Behar News: ভেঙে ফেলা হচ্ছে কোচবিহারের রাজ আমলের প্রাচীন রাধাগোবিন্দ মন্দির

Last Updated:

রাজ আমলের রাধা গোবিন্দ মন্দির ভেঙে ফেলার অভিযোগ উঠল স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। বেশ কিছুদিন থেকেই অল্প অল্প করে ভাঙ্গা হচ্ছিল মন্দির। প্রায় আড়াইশো বছর পুরনো এই মন্দির রাধামাধব মন্দির হিসেবে পরিচিত কোচবিহার শহরের বুকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: কোচবিহার খাগড়াবাড়ি বুড়িরপাঠ সংলগ্ন এলাকায় রাজ আমলের রাধা গোবিন্দ মন্দির ভেঙে ফেলার অভিযোগ উঠল স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। বেশ কিছুদিন থেকেই অল্প অল্প করে ভাঙ্গা হচ্ছিল মন্দির এমনটাই অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আড়াইশো বছর পুরনো এই মন্দির রাধামাধব মন্দির হিসেবে পরিচিত কোচবিহার শহরের বুকে। কোচবিহার শহর বর্তমানে হেরিটেজ শহর। সেখানে রাজ ঐতিহ্য সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ দুটোই অত্যন্ত জরুরি। এর মাঝে দাঁড়িয়ে এই মন্দির অল্প অল্প করে ভেঙে ফেলার অভিযোগ যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে কোচবিহারের সাধারণ মানুষের মধ্যে।
ভেঙে ফেলা হচ্ছে রাজ আমলের প্রাচীন ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দির
ভেঙে ফেলা হচ্ছে রাজ আমলের প্রাচীন ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দির
advertisement

কোচবিহার রাজবাড়ির পুরাতত্ত্ব বিভাগের কর্মচারী বিনয় দাস বলেন, "এই মন্দিরের বয়স প্রায় আনুমানিক আড়াইশো বছরের বেশি। হেরিটেজ তালিকায় না থাকলেও এই মন্দির রাজ আমলের তৈরি একটি মন্দির। স্থানীয় কিছু ব্যবসায়ী নিজেদের স্বার্থে নিজেদের কার্য সিদ্ধি করতে রাজ ঐতিহ্য ও স্থাপত্যের এই নিদর্শন আস্তে আস্তে ভেঙে ফেলছেন। আমরা ইতিমধ্যেই পুলিশ এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মন্দিরটিকে বাঁচানোর উদ্দেশ্য।"

advertisement

আরও পড়ুন - Durga Puja 2022: পুজোর উপাচার থেকে উপবাস সবতেই নারকেল অপরিহার্য, রইল সহজ টিপস

এই মন্দির ভেঙ্গে ফেলার বিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন," বিষয়টির খবর ইতিমধ্যেই আমার কাছে এসে পৌঁছেছে। আমরা প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করছি। দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

advertisement

View More

আরও পড়ুন -  ‘কোহলি- ধোনির পুজো বন্ধ হোক’ - নিদান হাঁকলেন গৌতম গম্ভীর, দাগলেন বড় তোপ

অন্যদিকে এলকার এক স্থানীয় ব্যবসায়ী গোবিন্দ সরকার বলেন, "কে বা কারা মন্দিরটি ভাঙছে আমাদের সঠিক জানা নেই। তবে যেহেতু রাজ আমলের স্থাপত্য তাই অবশ্যই তা রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা প্রয়োজন। আমি জেলা প্রসাশনের কাছে আর্জি জানাবো যাতে এই ঐতিহ্যটিকে সংরক্ষণ করা হয়। এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।" তবে জনসমক্ষে কি করে রাজ আমলের পুরনো প্রাচীন ঐতিহ্য এই আড়াইশো বছরের পুরনো মন্দিরটিকে ভেঙে ফেলার কাজ করা হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও মন্দিরটি ভেঙে ফেলার কাজ শুরু করার পরেও এখনো পর্যন্ত কেন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলো না সে বিষয়ে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উত্তর শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ভেঙে ফেলা হচ্ছে কোচবিহারের রাজ আমলের প্রাচীন রাধাগোবিন্দ মন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল