গত বছর অবশ্য ২৫ ডিসেম্বর যোজনার টাকা দেওয়া শুরু করেছিল সরকার ৷ এখন পর্যন্ত দেশের ১১.৩৭ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে ১.৫৮ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷
এই কৃষকরা পাবেন ৪০০০ টাকা
advertisement
যে কৃষকরা এখনও পর্যন্ত নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ক্রেডিট করা হবে ৷ অর্থাৎ তাঁরা পেয়ে যাবেন ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁরা ৩০সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়েছেন ৷
আরও পড়ুন: সুখবর! ৬.৪৭ কোটি PF অ্যাকাউন্টে চলে এসেছে সুদের টাকা, এই ভাবে চেক করে নিন আপনার ব্যালেন্স
আপনি কী টাকা পাবেন? এই ভাবে চেক করে নিন
পিএম কিষান যোজনায় (PM Kisan Samman Nidhi Yojana) রেজিস্ট্রেশন করিয়ে থাকলে অবশ্যই সুবিধাভোগীদের লিস্টে চেক করে নিন আপনার নাম ৷
আরও পড়ুন: এসবিআই না পোস্ট অফিস, জেনে নিন কোথায় বিনিয়োগ করলে পাওয়া যাবে ভালো রিটার্ন!
লিস্টে কীভাবে চেক করবেন নিজের নাম
১. সবার আগে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in ভিজিট করতে হবে
২. এরপর হোমপেজে Farmers Corner অপশনে ক্লিক করতে হবে
৩. Farmers Corner সেকশনের ভিতরে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে
৪. এবার ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা, উপজেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে
৫. এরপর Get Report এ ক্লিক করতেই সুবিধাভগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ এখানে নিজের নাম চেক করে নিতে পারবেন
এই ভাবে চেক করে নিন স্টেট্যাস
ওয়েবসাইটের ডানদিকে Farmers Corner-এ ক্লিক করতে হবে ৷ এবার Beneficiary Status ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷ এখানে নিজের আধার নম্বর, মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপর আপনার কিস্তির টাকার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন ৷