স্বাধীনতা পূর্ববর্তী যুগ:
স্বাধীনতা লাভ করার আগে অর্থাৎ ১৯৪৭ সালের আগে ভারতে সব কিছুই অন্য রকম ছিল। কারণ স্বাধীনতার আগে দেশে ব্রিটিশ শাসন জারি ছিল। আর ব্রিটিশদের কারণে ভারতীয় মুদ্রা ব্যবস্থাও ছিল অন্যরকম। বলা ভাল যে, ভারতীয় মুদ্রা ব্যবস্থার উপর ব্রিটিশ কলোনিয়াল পলিসির প্রভাব ছিল। অনেকেই হয়তো জানেন না যে, স্বাধীনতার আগে ব্রিটিশ শাসনের জেরে ভারতীয় মুদ্রার পরিমাপ হত পাউন্ডে। আর ব্রিটিশ মুদ্রা পাউন্ডই বিশ্বব্যাপী ভারতীয় রুপির মূল্য বৃদ্ধির জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিল। আসলে সেই সময় ব্রেটেন উডস চুক্তির অধীনে মার্কিন ডলার সোনার সঙ্গে সংযুক্ত ছিল বলে রুপি পাউন্ডের সঙ্গে যুক্ত ছিল।
advertisement
আরও পড়ুন: এবার কি সস্তা হবে সোনা ? কত কমতে পারে দাম ? কী জানাল বিশেষজ্ঞরা
স্বাধীনতা পরবর্তী সময়:
কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর দেশ থেকে ব্রিটিশ শাসন মুছে গিয়েছিল। ফলে তখন থেকে একটি ফিক্সড রেট সিস্টেম বজায় ছিল। তখন মুদ্রা পরিমাপ করা হত ডলারের সাহায্যে। এই পরিস্থিতিতে সেই সময় কত ছিল ১ টাকা বা ১ রুপির মূল্য। সেই প্রশ্নই অনেকের মনে ঘুরপাক খায়। ভারত স্বাধীনতা লাভের পর হিসাবটা দাঁড়িয়েছিল, ১ ডলার = ৩.৩০ ভারতীয় রুপি। আর এর উপর অবশ্য সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) রুপির মূল্য নিয়ন্ত্রণে রেখেছিল, যা প্রাথমিক পর্যায়ে প্রতি মার্কিন ডলারে ৩.৩০ ভারতীয় রুপিতে স্থিতিশীল ছিল।
আর পড়ুন: ATM থেকে টাকা তুলতে গিয়ে সাবধান! বালুরঘাটের ঘটনা জানলে চমকে যাবেন
কয়েক বছর কাটতে না কাটতেই অবশ্য চিত্রটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। কারণ দুর্বল হতে থাকে ভারতীয় রুপি। আর অন্যদিকে আবার ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে থাকে মার্কিন ডলার। ফলে ১৯৪৯ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ১ ডলারের মূল্য হয়েছিল ৪.৭৬ ভারতীয় রুপির সমান। এর পরের বছরই অর্থাৎ ১৯৬৭ সালে আরও এক ধাপ এগিয়ে ১ মার্কিন ডলার হয়ে ওঠে ৭.৫০ ভারতীয় রুপির সমান। আর ২২ এপ্রিল ২০২৫ তারিখের হিসেবে ১ মার্কিন ডলার ৮৫.২১ ভারতীয় রুপির সমান হয়ে গিয়েছে।