TRENDING:

New Traffic Rules : ট্রাফিক আইন ভাঙলে দিতে হতে পারে ১ লক্ষ টাকার বেশি জরিমানা!

Last Updated:

দেখে নিন কোন নিয়ম ভাঙলে কত টাকা জরিমানা দিতে হবে-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গাড়ি চালানোর সময় গাফিলতি বা নিয়ম ভাঙলে ট্রাফিক পুলিশ (Traffic Police) আপনাকে ১ লক্ষ টাকার বেশি চালান ধরিয়ে দিতে পারে ৷ ট্রাফিক নিয়ম (Traffic Rules) মেনে না চললে নয়া মোটর ভেহিকেল অ্যাক্ট (Motor Vehicle Act) অনুযায়ী, আপনার নামে ১.৪১ লক্ষ টাকার বেশি চালান কাটা হতে পারে৷ সংশোধিত মোটর আইন ২০১৯ (New Motor Vehicles Act 2019- Amendment) লাগু হওয়ার পর এরকম আগেও হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: আটকে যায়নি তো যোজনার আগামী কিস্তির টাকা ? অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জেনে নিন...

নয়া নিয়ম অনুযায়ী, ট্রাক চালানোর সময় ট্রাফিক নিয়ম উলঙ্ঘন করলে ১,৪১,৭০০ টাকার চালান কাটা হতে পারে আপনার নামে ৷সেপ্টেম্বর ২০১৯ ওভারলোডিংয়ের জেরে দিল্লি থেকে রাজস্থানের একটি ট্রাকের উপরে ১,৪১,৭০০ টাকার চালান কাটা হয়েছিল ৷ পরে ট্রাক মালিক রোহিনী কোর্টে গিয়ে চালান জমা করে দিয়েছিল ৷ আপনার সঙ্গেও এরকম ঘটতে পারে তাই আগামি দিনে গাড়ি চালানোর সময় ট্রাফিক রুলের উপর বিশেষ খেয়াল রাখতে হবে ৷

advertisement

আরও পড়ুন: পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই এই নম্বরটি সেভ করে রাখুন

দেখে নিন কোন নিয়ম ভাঙলে কত টাকা জরিমানা দিতে হবে

ট্রাকের ক্ষেত্রে ওভারলোডিংয়ের জন্য ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে ৷ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে দিতে হবে ১০,০০০ টাকা ৷ ফিটনেস সার্টিফিকেট না থাকলে ১০,০০০ টাকা, পারমিট ভায়োলেশনের জন্য ১০,০০০ টাকা চালান কাটা হতে পারে ৷ এছাড়া ইনস্যুরেন্স না থাকলে ৪০০০ টাকা, পলিউশন সার্টিফিকেট না থাকলে ১০,০০০ টাকা, না ঢেকে নিমার্ণ সামগ্রী নিয়ে গেলে ২০,০০০ টাকার জরিমানা দিতে হতে পারে ৷ এছাড়া ওভারলোডিংয়ের জন্য ট্রাফিক পুলিশ ২০,০০০ টাকার চালান কাটতে পারে ৷ এছাড়া জিনিসের ওজন যত টন বেশি হবে তার উপরে ২০০০ টাকা গুণ করে জরিমানা দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: PNB-তে এই অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা!

কাটা হয়েছিল ২,০০,৫০০ টাকার চালান

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়া নিয়ম লাগু হওয়ার পর পুলিশ রাম কিশন নামক এক ব্যক্তির নামে ২ লক্ষ ৫০০ টাকার চালান কেটেছিল ৷ এর মধ্যে ওভারলোডিংয়ের জন্য ৫৬,০০০ টাকা সামিল ছিল ৷ ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৫০০০ টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ১০,০০০ টাকা, পারমিট ভায়োলেশনের জন্য ১০,০০০ টাকা, ইনস্যুরেন্সের জন্য ৪০০০ টাকা, পলিউশন সার্টিফিকেটের জন্য ১০,০০০ টাকা জরিমানা নেওয়া হয়েছিল ৷ এছাড়া না ঢেকে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য ২০,০০০ টাকা, সিট বেল্ট না লাগানোর জন্য ১০০০ টাকার চালান কাটা হয়েছিল ৷ এই ভাবে ট্রাফিক পুলিশ ২,০০,৫০০ টাকা চালান ধরিয়েছিল ওই ব্যক্তিকে ৷ চালক রোহিনী কোর্টে জরিমানা জমা দেওয়ার পর ট্রাক ছাড়িয়ে আনতে পেরেছিল ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Traffic Rules : ট্রাফিক আইন ভাঙলে দিতে হতে পারে ১ লক্ষ টাকার বেশি জরিমানা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল