TRENDING:

West Medinipur News: দিন-রাত এক করে যা করছেন এই গৃহবধূ, আয় হচ্ছে মোটা টাকা, জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Business Idea: এক গৃহবধূর অসামান্য ভাবনা অবাক করেছে সকলকে। শুধু তাই নয় বাড়িতে অবসর সময়ে কেক এবং চকলেট বানিয়ে স্বনির্ভরতা দিশা দেখাচ্ছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: এবার ট্যাবলো কিংবা ব্যানার নয়, সামান্য খাওয়ার কেকেই ফুটে উঠেছে রাজ্য সরকারের একাধিক প্রকল্প। এমনকি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণও থিম হিসেবে ফুটে উঠেছে কেকে। এক গৃহবধূর অসামান্য ভাবনা অবাক করেছে সকলকে। শুধু তাই নয় বাড়িতে অবসর সময়ে কেক এবং চকলেট বানিয়ে স্বনির্ভরতা দিশা দেখাচ্ছেন তিনি। চকলেট দিয়ে বানিয়েছেন ফুলের স্তবক, কাজের অবসরের সারাদিন বাড়িতে তিনি যা করেন জানলে অবাক হবেন। এছাড়াও এখান থেকে মিলছে মাসে আয়। অনলাইন এবং অফলাইন মাধ্যমে পাশাপাশি বিভিন্ন সরকারি মেলাতেও স্টল দেন তিনি। স্বাভাবিকভাবে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন সকলকে।
advertisement

তিনি সামান্য একজন গৃহবধূ। এছাড়াও সহায়ক দলের মহিলাদের সংঘ পরিচালনা করেন। তবে বাড়ির কাজ এবং অন্যান্য কাজ সামলে তিনি করে হাতের এই কাজ। সামান্য উপকরণ এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের থিমের কেক তৈরি করছেন তিনি। কাপ কেক থেকে শুরু করে বিভিন্ন থিম ফুটে উঠেছে তার হাতের ছোঁয়ায়। রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের একাধিক সুফল তিনি ফুটিয়ে তুলেছেন তার কেকের থিমে, শুধু তাই নয় বৃক্ষরোপণও ফুটিয়ে তুলেছেন কেকে। এছাড়াও বাড়িতে বসে একাধিক আকৃতি বিভিন্ন সালের চকোলেট তৈরি করছেন তিনি। স্বাভাবিকভাবে বাড়িতে থেকে এক বিকল্প আয়ের পথ দেখাচ্ছেন প্রান্তিক এলাকার এই গৃহবধূ।

advertisement

আরও পড়ুন-ফুলশয্যার আগের রাতেই…! বিভৎস ঘামতে শুরু করল বর, বাবার কাছে ছুটে গিয়ে বলল, ‘আমার স্ত্রী…’, তারপরই যা ঘটল

পশ্চিম মেদিনীপুরের বেলদার ছোটমাতকাতপুর এলাকার বাসিন্দা গৃহবধূ প্রতিভা জানা। বেশ কয়েক বছর ধরে তিনি তৈরি করছেন এই কেক। পাশাপাশি গ্রাহকদের চাহিদা মত বানিয়ে দিচ্ছেন বিভিন্ন স্বাদের চকলেট। দামও রয়েছে গ্রাহকদের সাধ্যের মধ্যে। চকলেট শুরু মাত্র পাঁচ টাকা থেকে।

advertisement

View More

আরও পড়ুন-৪০ কিমি বেগে উঠবে ঝড়…! ঘণ্টাখানেকেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে কাঁপবে কলকাতা, তুমুল ঝোড়ো হাওয়ার তাণ্ডব, ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় খবর

কাস্টমাইজের উপর দাম নির্ভর করছে বিভিন্ন জিনিসের। শুধু তাই নয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য অতিথিদের বরণ করে নেওয়ার ফুলের স্তবকও চকলেট দিয়ে বানিয়ে দিচ্ছেন তিনি। স্বাভাবিকভাবে বাড়িতে থেকে অন্যান্য কাজের অবসরে এই গৃহবধুর যা করছেন তা চমকে দিয়েছে গোটা সমাজকে গ্রামীণ এলাকার মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Medinipur News: দিন-রাত এক করে যা করছেন এই গৃহবধূ, আয় হচ্ছে মোটা টাকা, জানলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল