এই বিশেষ প্রজাতির ভিয়েতনাম নারকেল চাষে মোটা টাকা অর্জনের পথ দেখাচ্ছে পূর্ব বর্ধমানের এক বেসরকারি সংস্থা। এই সংস্থার ডিরেক্টর শেখ মহ: রফিক জানান , ‘নারকেল চাষের কথা বলা হচ্ছে সেটা হল ভিয়েতনামি সিয়াম গ্রিন প্রজাতির নারকেল , একটা আস্ত ফুটবলের মত সাইজ। এই নারকেলের গুণ হচ্ছে 800 ml জল পাওয়া যায় এবং মিনিমাম 1 সেন্টিমিটার মতো শাঁস পাওয়া যায় ।’
advertisement
আরও পড়ুন: PAN আপডেট চেয়ে SMS পাঠিয়েছে ব্যাঙ্ক! সাবধান, ক্লিক করলেই খোয়া যেতে পারে টাকা!
এটা আপনারা লাগাবেন এই কারণেই কারণ দেশীয় জাতের তুলনায় এই নারকেলের ফলন তাড়াতাড়ি হচ্ছে। এই গাছ লাগানোর তিন বছরের মধ্যে ফলন দিতে শুরু করবে এবং একটি গাছ থেকে বছরে মিনিমাম ২৫০ টি এবং ম্যাক্সিমাম ৩৫০ টি নারকেল পাওয়া যাচ্ছে । এই গাছ ৫৫ বছর পর্যন্ত ফলন দেবে এবং এটি একটি শর্ট হাইট এর গাছ।
আরও পড়ুন: সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তি! বাড়ল আধার-ভোটার লিঙ্ক করার সময়সীমা!
এই গাছের সর্বোচ্চ হাইট ২৫ ফুট পর্যন্ত হয়। এই চাষ আপনি একটি গাছ দিয়েও শুরু করতে পারেন। চাষের সঙ্গে প্রশিক্ষণ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে । এছাড়াও গাছ লাগানোর ৬ মাসের মধ্যে যদি গাছ কোনো কারণে মারা যায় তাহলে একদম বিনামূল্যে গাছ চেঞ্জ করে দেওয়া হবে। এর পাশাপাশি যদি তিন বছরের পর থেকে বছরে ২৫০ টির কম নারকেল হয়, তাহলে গাছ এর সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেওয়া হবে, তার জন্য থাকবে লিখিত কাগজ । উৎপাদিত ফলন আপনি চাইলে এই সংস্থার কাছেও বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে ডাব এর দাম দেওয়া হবে ২০ টাকা এবং নারকেল হলে দাম দেওয়া হবে ২৫ টাকা।
সংস্থার কথামত,হিসাব অনুযায়ী এই গাছ লাগিয়ে একবার ১২০০ টাকা ইনভেস্ট করলে তিন বছর পর থেকে প্রতি বছর কম করে একটি গাছ থেকে ৫০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।





