TRENDING:

Yasho Industries Stocks: বাম্পার রিটার্ন দেওয়া এই স্টকে এবার অংশীদারিত্ব বাড়িয়েছেন অভিজ্ঞ বিনিয়োগকারী!

Last Updated:

Yasho Industries Stocks: অভিজ্ঞ বিনিয়োগকারী আশিস কাচোলিয়ার (Ashish Kacholia) মতে ভবিষ্যতেও ভালো রিটার্ন দেবে এই স্টকটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘদিন ধরে অস্থিরতা দেখতে পাওয়া যাচ্ছে ভারতীয় স্টক মার্কেটে। ২০২২ সালে, বিএসই সেনসেক্সে পতন হয় প্রায় দশ শতাংশ এবং প্রায় একই পরিমাণ পতন হয় নিফটি-তেও। এক বছরে ফ্ল্যাট হয়েছে নিফটি এবং সেনসেক্সের রিটার্ন। এমন পরিস্থিতিতেও কিছু শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এমনই একটি মাল্টিব্যাগার স্টক হল ইয়াশো ইন্ডাস্ট্রিজের শেয়ার (Yasho Industries)।গত এক বছরে বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে এই শেয়ার।
বিনিয়োগের দারুণ খবর
বিনিয়োগের দারুণ খবর
advertisement

অভিজ্ঞ বিনিয়োগকারী আশিস কাচোলিয়ার (Ashish Kacholia) মতে ভবিষ্যতেও ভালো রিটার্ন দেবে এই স্টকটি। এই কারণেই ২০২৩ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে এই মাল্টিব্যাগার স্টকে নিজের অংশীদারিত্ব বাড়িয়েছেন কাচোলিয়া। যদিও বৃহস্পতিবার, ইয়াশো ইন্ডাস্ট্রিজের শেয়ারে পতন হয়েছে ৪.৬৫ শতাংশ এবং বিএসই-তে এটি বন্ধ হয়েছে ১৫০১.২১ টাকায়। এই কোম্পানির বর্তমান বাজার পূঁজি ১.৭ লক্ষ কোটি টাকা। ৫২ সপ্তাহে এই মাল্টিব্যাগার স্টকটির সর্বোচ্চ স্তর ২০৯৯ টাকা এবং সর্বনিম্ন স্তর ৪২১ টাকা৷

advertisement

আরও পড়ুন: ধূমপানের বয়স বাড়ানোর আবেদন খারিজ শীর্ষ আদালতে

এই মাল্টিব্যাগার স্টকটির ইতিহাস

দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের গর্বিত করে আসছে ইয়াশো ইন্ডাস্ট্রিজের স্টক। পাঁচ বছরে এই স্টকটি ১৩৮৮ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এক বছরে এই স্টকটি বৃদ্ধি পেয়েছে ২৪২ শতাংশ। ২০২২ সালে এখনও পর্যন্ত এই স্টকটি প্রায় ২৮ শতাংশ মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। গত এক মাসে এই স্টকটি বেড়েছে ৯ শতাংশ। এছাড়া পাঁচটি ট্রেডিং সেশনে এই স্টকটি বেড়েছে ৩.২৫ শতাংশ।

advertisement

আরও পড়ুন: কল্যাণময়ের বাড়িতে হানা ইডি-র, চাকরি দুর্নীতিতে জাল গোটাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

ইয়াশো ইন্ডাস্ট্রিজে আশিস কাচোলিয়ার অংশীদারিত্ব

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

ইয়াশো ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কোম্পানির ২৯৬৩২২ বা ২.৬০ শতাংশ শেয়ার রয়েছে আশিস কাচোলিয়া কাছে। আগের প্রান্তিকে আশিস কাচোলিয়া কাছে ছিল কোম্পানির ২৯১২৩১ বা ২.৫৫ শতাংশ শেয়ার। প্রথম ত্রৈমাসিকে কেমিক্যাল স্টক ফিনোটেক্স কেমিক্যালেও অংশীদারিত্ব বাড়িয়েছেন আশিস কাচোলিয়া। কোম্পানির জুন ত্রৈমাসিকের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, আশিস কাচোলিয়া কাছে কোম্পানির ২১৪২৫৩৪ বা ১.৯৩ শতাংশ শেয়ার রয়েছে, যেখানে মার্চ ত্রৈমাসিকে আশিস কাচোলিয়া কাছে ছিল কোম্পানির ২০৪২৫৩৪ বা ১.৮৪ শতাংশ শেয়ার।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Yasho Industries Stocks: বাম্পার রিটার্ন দেওয়া এই স্টকে এবার অংশীদারিত্ব বাড়িয়েছেন অভিজ্ঞ বিনিয়োগকারী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল