গ্রামের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার পাশাপাশি বেকার যুবক-যুবতীদের বিকল্প উপার্জনের পথ দেখাচ্ছে বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষ। বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষ খুবই লাভজনক ব্যবসা।
আরও পড়ুন: ৩৯৯ দিনের FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, ২ লাখ টাকা রাখলে কত রিটার্ন পাবেন দেখুন
বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষের জন্য আলাদা করে প্রয়োজন হয় না জলাশয় বা পুকুর। যেই পুকুর বা জলাশয়ে মাছ চাষ হয় সেখানেই বাক্সর মাধ্যমে চাষ করা যায় এই কাঁকড়া।এই কাঁকড়ার ওজনের দশভাগের একভাগ পরিমাণ খাবার দিতে হয়। এভাবে ২ থেকে ৩ মাস খাবার খাওয়ানোর পর কাঁকড়াগুলি বড় হলে সেগুলিকে বাজারে বিক্রি করা হয়।
advertisement
কাঁকড়ার মীন নদী থেকে সংগ্রহ করা হয়। এরপর সেগুলিকে নির্দিষ্ট বাক্সে রাখা হয়। এই পদ্ধতিতে খরচ খুব কম হয়। কিন্তু লাভ হয় অনেকটাই। নামখানার পাতিবুনিয়ায় এই পদ্ধতি সফল হওয়ায় আগামীদিনে ব্লকের অন্যান্য জায়গায় এই কাঁকড়া চাষ করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তোদের।
নবাব মল্লিক