এমন অনেকেই রয়েছেন যাঁরা প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যান। দেশের বিভিন্ন পর্যটক স্থান হোক বা বিদেশে ভ্রমণ ঘুরতে যাওয়ার বিষয়ে ভারতীয়দের বিশেষত বাঙালির জুড়িমেলা ভার। যাঁরা বিদেশে ভ্রমণ করতে পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ এখন খুব কম খরচেই ঘোরা যাবে বিভিন্ন দেশ। এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি।
advertisement
আরও পড়ুন: মাত্র ১ মাসে ১০০০ কোটি টাকা আয় করলেন ২০ বছরের যুবক, দেখে নিন কী করে
ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি (IRCTC) নিয়ে এসেছে একটি ‘বাজেট ফ্রেন্ডলি’ অফার। যাঁরা বিদেশে ভ্রমণ করতে চান, তাঁদের জন্য আইআরসিটিসি নিয়ে এসেছে কম খরচে ‘ইন্টারন্যশনাল ট্যুর’। আইআরসিটিসি-র ওয়েবসাইটেই পর্যটকরা বিদেশে ভ্রমণের বিভিন্ন তথ্য পেয়ে যাবেন।
আইআরসিটিসি অফার -
আইআরসিটিসি পর্যটকদের জন্য থাইল্যান্ড (Thailand) ভ্রমণের একটি এয়ার ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে। পর্যটকরা এই প্যাকেজের মাধ্যমে মাত্র ৪৯,০৬৭ টাকায় ঘুরতে পারবে থাইল্যান্ডের বিভিন্ন জনপ্রিয় জায়গা। বিমান ভাড়া ব্যতীত এক জন পর্যটক সমস্ত সুযোগ-সুবিধা পেয়ে যাবেন ৪৯,০৬৭ টাকায়।
আরও পড়ুন: ১৩টি বিমানসংস্থায় তালা, ধুঁকছে দেশের বিমান পরিষেবা! বেহাল দশার কথা খুবই চিন্তার
আইআরসিটিসি প্যাকেজের সুবিধা -
আইআরসিটিসি-র এই থাইল্যান্ড প্যাকেজের নাম রাখা হয়েছে থাইল্যান্ড ডিলাইট এক্স গুয়াহাটি (Thailand Delight Ex Guwahati)। এই প্যাকেজে পর্যটকদের গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্যুর করানো হবে। এই প্যাকেজের মধ্যে রয়েছে আসা-যাওয়ার এয়ার টিকিট। হোটেলে থাকার ভাড়া, ব্রেকফাস্টএবংডিনার। এই প্যাকেজে পর্যটকদের দুপুরের খাবার ব্যবস্থা নিজেদের করতে হবে। এই প্যাকেজে পর্যটকদের বুদ্ধমন্দির, সাফারি ওয়ার্ল্ড-এর মত বিভিন্ন জনপ্রিয় জায়গা ঘোরানো হবে।
আইআরসিটিসির এই প্যাকেজের সময়সীমা -
আইআরসিটিসির এই প্যাকেজ ৬ দিন এবং ৫ রাত্রির। আইআরসিটিসির এই ট্যুর ২০২২ সালের ১৩ অক্টোবর শুরু হয়ে ২০২২ সালের ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। আইআরসিটিসির রেল প্যাকেজের মধ্যে ব্যাঙ্কক এবং পাটায়ার মতো জনপ্রিয় পর্যটক স্থানও যুক্ত রয়েছে। সুতরাং আইআরসিটিসির এই প্যাকেজর মাধ্যমে খুবই কম টাকায় পর্যটকরা থাইল্যান্ডের জনপ্রিয় জায়গা ভ্রমণ করতে পারবেন। এর জন্য পর্যটকদের আইআরসিটিসির এই বিশেষ প্যাকেজ বুকিং করতে হবে।