১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আমজনতার আশঙ্কা, কেন্দ্রীয় সরকার বোধহয় ব্যয় বাড়াতে বাজেটে নতুন কিছু আনতে চলেছে। এই আশঙ্কা খুব একটা অমূলক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বাজেটের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে কিছু জিনিসের দাম বাড়তে পারে। আর তার মধ্যে পেট্রোল-ডিজেল, সোনার মতো পণ্য থাকার প্রভূত সম্ভাবনা।
advertisement
আরও পড়ুন: গোটা বিশ্বে মন্দা, কিন্তু ভারতে বাড়ছে চাকরির সুযোগ! অর্থনৈতিক সমীক্ষায় বড় দাবি
জ্বালানি: এই বাজেটে জ্বালানির দাম ফের বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক মাস ধরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন না হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং রুপির অবমূল্যায়ন সহ বিভিন্ন কারণ এই আশঙ্কা গাঢ় হচ্ছে। জ্বালানির দাম বাড়লে পরিবহণ খরচও বৃদ্ধি পাবে। তার প্রভাব পড়বে পণ্য এবং পরিষেবায়। অর্থাৎ জিনিসপত্রের দাম আরও বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
সোনা: আরেকটি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা হল সোনা। এমনিতেই বিয়ের মরশুম। ফলে গত কয়েক মাস ধরেই সোনার দাম আকাশছোঁয়া। এবং আগামী বছরে দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর পিছনে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন, সোনার চাহিদা বৃদ্ধি-সহ বেশ কিছু কারণ রয়েছে। সোনার দাম বৃদ্ধির ফলে গয়না এবং অন্যান্য সোনার পণ্যের ক্রেতাদের উপর সরাসরি এর প্রভাব পড়বে বলাই বাহুল্য।
আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য বিরাট সুখবর! বাজেটের আগেই চমক দিয়ে বড় ঘোষণা ব্যাঙ্কের
বিলাসবহুল পণ্য: শুধু জ্বালানি বা সোনা নয়, আসন্ন বাজেটে বিলাসবহুল পণ্যের উপর কর আরও বাড়ানো হতে পারে। এর মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি এবং ডিজাইনার পোশাকের মতো আইটেম। সরকার রাজস্ব বাড়াতে এসব পণ্যের ওপর কর বাড়াতে পারে।
তবে কিছু পণ্যে দাম কমানোর ইঙ্গিতও দিয়েছে কেন্দ্র সরকার। তাই মধ্যবিত্ত শ্রেণী আশায় বুক বাঁধতে পারেন। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, তিনিও মধ্যবিত্ত। তাই মধ্যবিত্ত শ্রেণীর উপর কী চাপ থাকে সেটা তিনি বোঝেন। বাজেটে অর্থনীতিকে চাঙ্গা করা এবং কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে। তবে মধ্যবিত্ত শ্রেণীর জন্য ‘মধ্যবিত্ত’ অর্থমন্ত্রী আলাদিনের কোন আশ্চর্য প্রদীপ নিয়ে হাজির হন সেটাই দেখার!