TRENDING:

বিপুল কমল সোনার দাম, এখনই কি সোনার গয়না বা ডিজিটাল গোল্ড কেনার সঠিক সময়? জেনে নিন

Last Updated:

বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে ডিজিটাল গোল্ডে বিনিয়োগের ঝোঁক বেড়েছে। মুদ্রাস্ফীতি মোকাবিলার ক্ষেত্রে সোনাকে বিনিয়োগের দারুন বিকল্প বলে মনে করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উৎসবের মরশুমে সকলে জোরকদমে কেনাকাটা করছেন। অনেকেই এই সুযোগে সোনা-গয়নাও খরিদ করছেন। তবে আজকালকার দিনে মানুষের মধ্যে সোনার গয়নার তুলনায় ডিজিটাল গোল্ডের চাহিদা বেড়েছে। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে ডিজিটাল গোল্ডে বিনিয়োগের ঝোঁক বেড়েছে। মুদ্রাস্ফীতি মোকাবিলার ক্ষেত্রে সোনাকে বিনিয়োগের দারুন বিকল্প বলে মনে করা হয়।
advertisement

মানুষ সাধারণত প্রয়োজনের তুলনায় বেশি সোনা কেনে। এর একমাত্র কারণ হল বিনিয়োগ। তবে প্রশ্ন হচ্ছে যে, বিনিয়োগের জন্য ভাল বিকল্প কোনটি ডিজিটাল গোল্ড না সোনার গয়না। কারণ এই দুই ধরনের সোনার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এবং সেই দিক থেকেই তাদের বিচার করা উচিত।

আরও পড়ুন: টাটা টিয়াগো নাকি টিগর ইভি! কোন গাড়িটি আপনার জন্য ভাল, দেখে নিন

advertisement

সোনায় গয়না:

সোনায় লোকসানের সম্ভাবনা তুলনামূলক ভাবে কম। তবে যদি উৎসব, বিবাহ কিংবা অন্য কোনও অনুষ্ঠানে পরার জন্য সোনা কেনার উদ্দেশ্য থাকে, তবে সে-ক্ষেত্রে অবশ্যই গয়নায় বিনিয়োগ করতে হবে। গয়না ছাড়াও বিস্কুট বানিয়ে সোনা রাখা যেতে পারে। কিন্তু এই গয়না বিক্রি করার সময় ক্রেতা মেকিং চার্জ দিতে অস্বীকার করতে পারে। এই কারণে গয়নায় বিনিয়োগে রিটার্ন কিছুটা কম হতে পারে।

advertisement

ডিজিটাল গোল্ড:

শুধুমাত্র বিনিয়োগের উদ্দেশ্য থাকলে ডিজিটাল গোল্ডেই বিনিয়োগ করা উচিত। এই ক্ষেত্রে হাতে কোনও গয়না বা বিস্কুট পাওয়া যাবে না, তবে ক্রেতার নামে নির্দিষ্ট পরিমাণ সোনা থাকবে। এই ক্ষেত্রে হারিয়ে যাওয়া বা সোনা চুরিরও কোনও ভয় থাকে না। এ-ছাড়া, কোনও মেকিং চার্জ বা মজুরিও দিতে হয় না। ডিজিটাল গোল্ডে বিনিয়োগ গয়নার তুলনায় সাধারণত লাভজনকই হয়। তাই বলা হয়, শুধুমাত্র বিনিয়োগের উদ্দেশ্য থাকলে ডিজিটাল গোল্ডই সেরা বিকল্প।

advertisement

আরও পড়ুন: ঘরে বসেই খুলে নেওয়া যাবে এনপিএস অ্যাকাউন্ট! রইল তার সহজ উপায়!

ডিজিটাল গোল্ড কোথায় কেনা যাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডিজিটাল গোল্ড কেনার সবচেয়ে ভাল বিকল্প হল গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এ-ছাড়াও, গোল্ড লিঙ্কড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেও ভাল রিটার্ন পাওয়া যেতে পারে। অনলাইনে এমন অনেক পোর্টাল রয়েছে, যার মাধ্যমে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করা যেতে পারে। উদাহরণ স্বরূপ, তনিষ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক অথবা অন্য কোনও ব্যাঙ্ক এবং জুয়েলার্সের ওয়েবসাইট থেকে ডিজিটাল সোনা ক্রয় করা যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিপুল কমল সোনার দাম, এখনই কি সোনার গয়না বা ডিজিটাল গোল্ড কেনার সঠিক সময়? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল