টাটা টিয়াগো নাকি টিগর ইভি! কোন গাড়িটি আপনার জন্য ভাল, দেখে নিন

Last Updated:

কোন গাড়িটি বেশি শক্তিশালী, ভাল রেঞ্জ কিন্তু বাজেট কম— এখানে রইল বিস্তারিত তথ্য।

#কলকাতা: একটি, দু'টিনয়— টাটার তিনটি ইলেকট্রিক গাড়ি ঝড় তুলছে বাজারে। টাটা নিক্সন এবং টিগরের পর এ বার টিগর ইভি লঞ্চ করেছে টাটা। নিক্সন কমপ্যাক্ট, এসইউভি সেগমেন্ট থাকাকালীন টিগর ইভি বাজারে কমপ্যাক্ট সেডান এবং টিয়াগো হ্যাচব্যাকে কোম্পানির মর্যাদা এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে। তবে নিক্সনের সেগমেন্ট সম্পূর্ণ আলাদা। তাই টিগর এবং টিয়াগোর তুল্যমূল্য বিচার করে দেখে নেওয়া যাক। কোন গাড়িটি বেশি শক্তিশালী, ভাল রেঞ্জ কিন্তু বাজেট কম— এখানে রইল বিস্তারিত তথ্য।
টাটার কমপ্যাক্ট সেডান টিগরে রয়েছে একটি ব্যাটারি। ২৬ কেডব্লিউএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক চালিত যা ৫৯ এইচপি, স্থায়ী চুম্বক সিঙ্ক্রোনাস মোটরকে শক্তি যোগায় এবং ১৭০ এনএম টর্ক তৈরি করে। গাড়িটি ৫.৭ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম।
advertisement
advertisement
টিয়াগো ইভি-তে দু’টি ব্যাটারি রয়েছে। এর এক্সটি এবং এক্সই ভেরিয়েন্টে রয়েছে ১৯.২ কেডব্লিউএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং এক্সটি, এক্সজেড প্লাস ও টেক লাক্স ভেরিয়েন্টে ২৪ কেডব্লিউএইচ ব্যাটারি প্যাক। এই মডেলগুলোতে গাড়িটি ৭৪ হর্সপাওয়ার এবং ১১৪ এনএম টর্ক জেনারেট করবে। এক্সই এবং এক্সটি ভেরিয়েন্ট ৬১ হর্সপাওয়ার এবং ১১০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম।
advertisement
মাইলেজ: টিগর সম্পূর্ণ চার্জে ৩০৬ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। অন্যদিকে ২৪ ডব্লিউএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক চালিত টিয়াগো ৩১৫ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি কোম্পানির। ১৯ কেডব্লিউএইচ ব্যাটারি প্যাকে গাড়ির রেঞ্জ হবে ২৫০ কিলোমিটার।
advertisement
চার্জের সময়: টিগর টিয়াগোর থেকে চার্জ হতে একটু বেশি সময় নেয় যদিও উভয় গাড়িতেই দ্রুত চার্জ করার বিকল্প রয়েছে। টিগরে ৮০ শতাংশ চার্জ হতে ৮.৪৫ ঘণ্টা সময় লাগে। একই সময়ে, একটি ২৫ কিলোওয়াটের দ্রুত চার্জারে, একই গাড়ি মাত্র ৬৫ মিনিটে চার্জ হয়ে যায়। অন্য দিকে টিয়াগোর ১৯.২ কেডব্লিউএইচ ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করতে সাড়ে ৫ ঘণ্টা সময় লাগে এবং দ্বিতীয় ব্যাটারিতে চার্জ হতে সময় লাগে ৬.২০ ঘণ্টা।
advertisement
দামে বড় পার্থক্য: কোম্পানি টিয়াগোর এক্স-শোরুম মূল্য ৮.৪৯ লক্ষ থেকে ১১.৭৯ লক্ষ টাকার মধ্যে রেখেছে। অন্য দিকে, টিগর-এর বেস মডেলের দাম ১২.৪৯ লক্ষ টাকা এবং টপ মডেলের দাম ১৩,৬৪ লক্ষ টাকা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাটা টিয়াগো নাকি টিগর ইভি! কোন গাড়িটি আপনার জন্য ভাল, দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement