ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে প্রধান পার্থক্য -
ডেবিট কার্ডের মাধ্যমে সে টাকাই তোলা যাবে বা অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা যাবে যা নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে। অন্য দিকে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা না থাকলেও তোলা যাবে এবং অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নির্দিষ্ট একটি লিমিট থাকে। তার বেশি খরচ করা যাবে না ক্রেডিট কার্ডের মাধ্যমে। এক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে টাকা খরচ করা হবে তার উপরে সুদ দিতে হয়।
advertisement
আরও পড়ুন: আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডে এমন ৪ বিন্দু রয়েছে? জানেন কেন ব্যবহার হচ্ছে?
ক্রেডিট কার্ড -
ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় সমস্ত কিছুই করা সম্ভব। কিন্তু মনে রাখা দরকার যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে টাকা খরচ করা হচ্ছে তা ধার হিসাবে দেওয়া হয়েছে। সেই টাকা সুদ সহ ফেরত দিতে হবে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড রয়েছে। বিভিন্ন ধরনের ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ক্রেডিট কার্ড অফার করে থাকে। এই সকল ক্রেডিট কার্ডে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। এছাড়া এই সকল ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন: Women's Day 2022: আত্মনির্ভর ভারত গড়তে ভরসা মহিলা উদ্যোক্তারা
ডেবিট কার্ড -
নিজেদের অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাঙ্কের এটিএম ছাড়াও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকেও ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা যায়। টাকা তোলা ছাড়াও বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করা যায় ডেবিট কার্ডের মাধ্যমে। এছাড়াও ডেবিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। এক নজরে দেখে নেওয়া যাক ডেবিট কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যায় -
আরও পড়ুন: সোনার দামে আগুন! আজকের দাম দেখে মাথায় হাত আম জনতার....
- ডেবিট কার্ডের মাধ্যমে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট সহজেই অ্যাকসেস করা যায়।
- ডেবিট কার্ডের প্রতিদিনের টাকা তোলার লিমিট এটিএম কার্ডের থেকে বেশি।
-ডেবিট কার্ডের মাধ্যমে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের ব্যালান্স চেক করা যায়।
- ডেবিট কার্ডের মাধ্যমে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়।
- ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে এবং স্টোর থেকে কেনাকাটা করা যায়।
- ডেবিট কার্ডের প্রতিদিন নির্দিষ্ট ক্রয়ের লিমিট রয়েছে। তার বেশি টাকার কেনাকাটা করা যায় না।