ATM Card|| আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডে এমন ৪ বিন্দু রয়েছে? জানেন কেন ব্যবহার হচ্ছে? রইল বিস্তারিত...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Credit and debit cards have raised dots: গত কয়েক মাসে ইস্যু করা ক্রেডিট এবং ডেবিট কার্ডে কিছু পরিবর্তন হয়েছে। কার্ডগুলিতে কয়েকটি ডট বা বিন্দু যোগ করা হয়েছে। কিন্তু জানেন কি কেন এই নয়া ডটের ব্যবহার?
advertisement
advertisement
*ডট দেওয়া ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলি বিশেষভাবে দৃষ্টিহীন মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে তাঁদের কার্ডটি ব্যবহার করতে সুবিধা হবে। উল্লেখ্য, ব্রিটেনে ২০ লক্ষের বেশি মানুষ দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছেন। তাই এই ধরনের কার্ড সামনে আসা খুবই প্রয়োজন ছিল। কার্ডে এই চিহ্ন দিলে পেমেন্ট পদ্ধত সহজ হবে। সংগৃহীত ছবি।
advertisement
*লেনদেনের জন্য ব্যবহৃত ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলির বৃদ্ধির ফলে দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য হবে। এ ক্ষেত্রে অনেকগুলি নতুন পরিবর্তন করা হয়েছে৷ এই পরিবর্তনগুলির মধ্যে অন্যতম ব্রেলের ন্যয় ডট এবং কার্ডের মালিকের নাম লেখা। কয়েক বছর আগে পর্যন্ত সব ধরনের কার্ডই প্রায় একই রকম ছিল। যার কারণে স্পর্শে শনাক্ত করা সম্ভব ছিল না। একটি গবেষণায় উঠে এসেছে, অনুরূপ কার্ড ব্যবহারে অমস্যায় পড়তেন দৃষ্টিহীন মানুষেরা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement