TRENDING:

RuPay Credit Card নিচ্ছেন? সবার আগে এর সুবিধা-অসুবিধাগুলো জেনে রাখুন

Last Updated:

রুপে ক্রেডিট কার্ড কীভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধাগুলো দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয় হয়েছে রুপে ক্রেডিট কার্ড। লেনদেন করা সহজ আর সুযোগসুবিধাও প্রচুর। রুপে ক্রেডিট কার্ড চালু করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। কম খরচে, সহজে ব্যবহারযোগ্য দেশীয় পেমেন্ট নেটওয়ার্ক তৈরিই এর লক্ষ্য। এখন রুপে ক্রেডিট কার্ড কীভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধাগুলো দেখে নেওয়া যাক।
advertisement

রুপে ক্রেডিট কার্ড কীভাবে কাজ করে: রুপে কার্ড দেশি ডেবিট বা ক্রেডিট কার্ড। একমাত্র ভারতেই ব্যবহার করা যাবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেটওয়ার্কে কাজ করে। ফলে লেনদেন সহজ এবং নিরাপদ। রুপে কার্ড দিয়ে ইউপিআই-তেও পেমেন্ট করা যায়। এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রূপে কার্ড লিঙ্ক করাতে হবে।

আরও পড়ুন: অনলাইন পেমেন্টে সমস্যা, নগদ রাখুন পকেটে; Paytm থেকে G Pay-এর ব্যবহারকারীরা পড়েছেন সমস্যায়

advertisement

রুপে কার্ডের সুবিধা: খরচ কম – রুপে ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল এর ক্রয়ক্ষমতা। অনেক রুপে কার্ডে ‘লাফটাইম ফ্রি’ ফিচার রয়েছে। ফলে খরচ হয় না বললেই চলে। দিতে হয় না বার্ষিক ফি-ও।

ইউপিআই পেমেন্ট – রুপে ক্রেডিট কার্ড দিয়ে ইউপিআইতে পেমেন্ট করা যায়। পিয়ার-টু-পিয়ার লেনদেন থেকে শুরু করে অনলাইন শপিং পর্যন্ত, সবকিছুই অনায়াসে করতে পারেন ইউজাররা।

advertisement

গ্রহণযোগ্যতা এবং বিস্তার – বছরের পর বছর ধরে ব্যবসা বাড়িয়েছে রুপে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও গ্রহণযোগ্যতা বেড়েছে। ক্রমবর্ধমান নেটওয়ার্কের ফলে রুপে হোল্ডাররা যে কোনও ব্যবসা বা প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিম করে দিতে পারে কোটিপতি; জানুন সমস্ত খুঁটিনাটি

দেশের মধ্যেই ব্যবহার – ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখেই রুপে ক্রেডিট কার্ড ডিজাইন করা হয়েছে। দেওয়া হচ্ছে কাস্টমাইজড সুযোগ সুবিধা। ঘরোয়া লেনদেনের জন্য এটা আদর্শ।

advertisement

রুপে ক্রেডিট কার্ড ব্যবহারের অসুবিধা: ইউপিআই-এর সঙ্গে একমাত্র রুপে ক্রেডিট কার্ডই লিঙ্ক করা যায়। ভিসা বা আমেরিকান এক্সপ্রেসের মতো ক্রেডিট কার্ডে এই সুবিধা পাওয়া যায় না।

লেনদেন শুল্ক: রুপে ক্রেডিট কার্ডে ব্যবসায়ীদের কাছ থেকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ করা হয়। অর্থাৎ ইউপিআই-তে ক্রেডিট কার্ড ব্যবহারের সময় বেশি টাকা গুণতে হয়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RuPay Credit Card নিচ্ছেন? সবার আগে এর সুবিধা-অসুবিধাগুলো জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল