TRENDING:

West Bengal Lottery Result 2022: মঙ্গলবারে লটারির টিকিট কেটেছেন! দেখে নিন আপনার ভাগ্যে ৫০ লক্ষের পুরস্কার আছে কি না

Last Updated:

West Bengal Dear Bangalakshmi Torsha lucky draw Results 21 June 2022: টিকিটের দাম মাত্র ৬ টাকা! কিন্তু ভাগ্য সহায় হলেই ৬ টাকার বিনিময়ে জিতে নিতে পারবেন ৫০ লক্ষ টাকা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঙ্গলবারে পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা লাকি ড্রয়ের টিকিটের দাম মাত্র ৬ টাকা! কিন্তু ভাগ্য সহায় হলেই ৬ টাকার বিনিময়ে জিতে নিতে পারবেন ৫০ লক্ষ টাকা! বিজয়ীদের তালিকা কোথায় কীভাবে দেখবেন তা জেনে রাখুন আগেভাগেই। ২১ জুন, মঙ্গলবার ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা লাকি ড্র পরিচালনা করবে পশ্চিমবঙ্গ লটারি সংবাদ এবং বিকাল ৪ টেয় লটারির টিকিটের তালিকা প্রকাশিত হবে। যারা এই লাকি ড্রয়ের টিকিট কিনেছেন তারা সংবাদ লটারি বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট www.lotterysambadonline.com-এ ফলাফল দেখতে পারেন।
advertisement

পশ্চিমবঙ্গ লটারি সম্বাদ বিভাগ সাপ্তাহিক লাকি ড্র আয়োজন করে। বৃহস্পতিবারে ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা-এর লাকি ড্রয়ের প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৫০ লক্ষ টাকা। ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা লাকি ড্রয়ের প্রথম রানার আপ পাবেন ৯,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০০ টাকা। ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা লাকি ড্র-এর চতুর্থ পুরস্কার বিজয়ী ২৫০ টাকা পাবেন, পঞ্চম পুরস্কার বিজয়ী পাবেন ১২০ টাকা। ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা-এর সান্ত্বনা পুরস্কার বিজয়ী পাবেন ১,০০০ টাকা।

advertisement

আরও পড়ুন : মিলল না রক্ষাকবচ, TET দুর্নীতি মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর হাজিরা আজই

নিজের লাকি নম্বর (West Bengal Lottery Result 2022) কীভাবে চেক করবেন দেখে নিন এখানে:

প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ লটারি সংবাদের (West Bengal lottery Sambad) অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: www.lotterysambadonline.in

দ্বিতীয় ধাপ: হোমপেজ খুললেই একটি ট্যাব দেখতে পাবেন যে খানে ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা রেজাল্ট জুন ২১-লেখা দেখতে পাবেন।

advertisement

তৃতীয় ধাপ: ২১ জুন-এর ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা লাকি ড্র-এর বিজয়ীদের নাম জানতে নতুন ওয়েব পেজের হাইপারলিঙ্কে ক্লিক করুন।

আরও পড়ুন : খুব সাবধান! দমকা ঝোড়ো হাওয়া, একটু পরেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা কাঁপাবে ঝড়জল! আবহাওয়ার Update

আপনার পুরস্কারের অর্থ দাবি করতে বৃহস্পতিবারের ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্ষা লটারির বিজয়ীদের ৩০ দিনের মধ্যে নিকটতম পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যেতে হবে। ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা বিজয়ীরা অবশ্যই মনে রাখবেন যে তাদের অফিশিয়াল পরিচয়পত্র-সহ লটারির টিকিট সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। ফলাফল ঘোষণার তারিখ অর্থাৎ ২১ জুন থেকে ৩০ দিনের মধ্যে এই নথিগুলি জমা দিতে হবে। যাচাই করা হয়ে গেলে এবং করের অংশটুকু কেটে নেওয়ার পরে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Bengal Lottery Result 2022: মঙ্গলবারে লটারির টিকিট কেটেছেন! দেখে নিন আপনার ভাগ্যে ৫০ লক্ষের পুরস্কার আছে কি না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল