আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম ইন্ডিয়ালন্ডস সম্প্রতি ‘ওয়েডিং স্পেন্ডস রিপোর্ট ২.০’ প্রকাশ হয়েছে। প্রতিবেদনে এই সময়টিকে সামাজিক রীতিনীতি পরিবর্তন এবং আর্থিক মনোভাবের বিকাশের যুগ বলা হয়েছে। প্রতিবেদনে বেশিরভাগ যুবক বলেছেন যে তাঁরা তাঁদের বিবাহের অর্থ নিজেরাই করতে চান। যাতে, তাদের পিতামাতার কাঁধ থেকে আর্থিক বোঝা এবং চাপ হ্রাস পায়।
CAIT রিসার্চ অ্যান্ড ট্রেড ডেভেলপমেন্ট সোসাইটি অনুসারে, ২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ৩৫ লাখেরও বেশি বিয়ে অনুমান করা হয়েছিল। সমীক্ষার উদ্দেশ্য ছিল আজকের তরুণদের আর্থিক অবস্থা এবং বিবাহের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা। এই সমীক্ষাটি চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ১,২০০ জনের উপর করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন, হেরে গেলেন মুখ্যমন্ত্রী, মিজোরাম দখল করল জেডপিএম! ব্যর্থতাই সঙ্গী কংগ্রেসের, জোড়া আসন বিজেপির
আরও পড়ুন, ২ হাজার কোটি থেকে ৯২ হাজার কোটি! বিধানসভায় স্বনির্ভর গোষ্ঠী’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
দেশের ২০টি শহরের ২৫-৪০ বছর বয়সী মানুষকে এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেখা গিয়েছে যে প্রায় ৫-১০ লাখ বার্ষিক আয় যাদের হয়, তাদের ৭৩% লোক বিয়েতে ৭-১০ লাখের বেশি খরচ করেন না। সমীক্ষায় বলা হয়েছে যে একজন গড় মধ্যবিত্ত ভারতীয়দের বিয়েতে ১০ লাখ বা তার একটু বেশি খরচ হয়। এটি দেখায় যে বর্তমান সময়ে মানুষ বুদ্ধিমানের সাথে ব্যয় করার বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিচ্ছে।
সমীক্ষায় বলে হয়েছে, বর্তমান যুব সমাজ নিজের বিয়ের দায়িত্ব নিজেই নিতে চায়। ৪১.২% সেভিংস জমিয়ে বিয়ে করতে চান। ২৬.১% ঋণ নিতে চান। বাকি, ২৭.৭% কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। যাঁরা লোন নিতে চান, তাঁরা মাত্র ১ থেকে ৫ লাখ টাকার মধ্যে লোন নিতে চান।
