আরও পড়ুন: আগামিকাল শুক্রবার ব্যাঙ্ক কি বন্ধ থাকবে ? জেনে নিন
দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই রথযাত্রা নিয়ে উন্মাদনা বাড়তি বৃদ্ধি পেয়েছে বাংলাতে। সেই কারণে বেশ কিছু জায়গায় আগের থেকে বেশি রথের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। আগামিকাল রথযাত্রা এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে রথ এবং মূর্তি বানাতে ব্যস্ত সমস্ত শিল্পীরা। ঠিক তেমনি শিল্পী পূর্ণেন্দু কর তৈরি করছেন অর্ডার অনুযায়ী ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের রথ ও মূর্তি।
advertisement
আরও পড়ুন: সোনার দাম কি শীঘ্রই ১ লাখ টাকা হবে ? এখন ক্রয় বা বিক্রয় করা উচিত?
পূর্ণেন্দু বাবু জানান, রথ গুলি সম্পূর্ণ তৈরি হচ্ছে সেগুন কাঠের যা ১০ বছরেও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। অর্ডার অনুযায়ী তিনি রথ বানিয়ে থাকেন। সম্পূর্ণ রথ গুলি তৈরি হয় সেগুন কাঠ দিয়ে। কমপক্ষে ২০০০ টাকা থেকে শুরু হয় এই রথ গুলির দাম ইতিমধ্যেই বেশ কিছু রথ বানিয়ে সেগুলি পাঠিয়ে দিয়েছেন আরো বেশ কিছু রথ বানানোর প্রস্তুতি প্রায় শেষের মুহূর্তে।
নতুন করে আর কোন রথের অর্ডার তিনি নেননি। প্রায় কুড়িটির মতো রথ এ বছর অর্ডার পেয়েছেন বানানোর তিনি। ডেলিভারি দেওয়ার তৎপরতায় রথ বানাতে তাকে সাহায্য করছেন তার ছোট মেয়েও। রং সহ বিভিন্ন সাজসজ্জা সুসজ্জিত হচ্ছে তার হাতেই ।এছাড়াও একটি এক ফুটের জগন্নাথ বলরাম সুভদ্র দেবীর মূর্তি তৈরি করতে ছয় হাজার টাকার মতো খরচা পড়ে যায়। সম্পূর্ণ মূর্তি তৈরি হয় নিমকাঠ দিয়ে। তাঁতের অবস্থা বর্তমানে শোচনীয় তাই শান্তিপুরের একাধিক নামকরা শিল্পীরা বেছে নিয়েছেন অন্যান্য পেশা। তেমনি শান্তিপুরের এই তাঁতি আপাতত কাঠের কাজ করে এবং রথের সময় রথ ও মূর্তি বানিয়ে টানছেন সংসারের চাকা। পাল্টে গেছে ভাগ্যের চাকা।
Mainak Debnath