ইপিএফও ব্যবহার করে ব্যালেন্স চেক করার উপায়:
ইপিএফও পোর্টালে যেতে হবে। ‘Our Services’ ট্যাবে যেতে হবে এবং ড্রপ-ডাউন মেন্যু থেকে ‘For Employees’ বিকল্প বেছে নিতে হবে।
‘Services’ থেকে ‘Member passbook’ অপশন বেছে নিতে হবে।
একটি লগ-ইন পেজ আসবে। এ-বার অ্যাক্টিভেট হওয়ার পরে নিজের ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে।
advertisement
‘Member ID’ বেছে নিতে হবে। এর পর ‘View Password [Old: Full]’-এ ক্লিক করতে হবে।
গ্রাহকের পিএফ সংক্রান্ত তথ্য স্ক্রিনে ভেসে উঠবে।
এর পর ‘Download Passbook’ বিকল্পে ক্লিক করে এই পাসবুক প্রিন্ট করা যাবে।
আরও পড়ুন: ২৩ বছরের বেশি বয়স হলে অবশ্যই ফিলআপ করুন এই ফর্ম, প্রতি মাসে মিলবে ১০০০ টাকা
উমঙ্গ/ ইপিএফও অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স চেক করার উপায়:
উমঙ্গ অ্যাপ ডাউনলোড করতে হবে।
‘All Services’ ট্যাব থেকে ‘EPFO’ বিকল্প বেছে নিতে হবে।
‘Employee Centric Service’-র আওতায় ‘View Passbook’ বিকল্পে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: বিনামূল্যে দেখুন টিভি, ৮ লক্ষ Dish TV দিচ্ছে সরকারে, দেখা যাবে ১৬১টি চ্যানেল
ইউএএন না-থাকলে এসএমএস-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায়:
কেওয়াইসি তথ্য দিলে ইউএএন আসবে, এর পর এই পদক্ষেপ অনুসরণ করতে হবে:
এসএমএস পাঠিয়ে পিএফ ব্যালেন্স চেক করার উপায়
এসএমএস পাঠাতে হবে এই মোবাইল নম্বরে 7738299899।
‘EPFOHO UAN ENG‘-এই ফরম্যাটে মেসেজ আসবে।
এখান থেকে নিজের পছন্দের ভাষা বেছে নেওয়া যাবে।
মিসড কলের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায়:
কেওয়াইসি তথ্য দিলে ইউএএন আসবে, এর পর এই পদক্ষেপ অনুসরণ করতে হবে
নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মিসড কল দিতে হবে এই মোবাইল নম্বরে 9966044425।
মিসড কল দেওয়ার পরে পিএফ তথ্য সংক্রান্ত একটা এসএমএস আসবে ফোনে।