TRENDING:

RBI | 2000 Rupees Note: খুব সহজেই ব্যাঙ্কে গিয়ে করতে পারবেন ২০০০ টাকার নোট বদল? জেনে রাখুন গোটা পদ্ধতি

Last Updated:

২৩ মে, ২০২৩ থেকে ২০০০ টাকার নোট জমা বা পরিবর্তন করতে ব্যাঙ্কের কাছে যাওয়া শুরু করতে পারেন গ্রাহকেরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক ব্যাঙ্কে তা বদলে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে৷ ২০১৬ সালের নভেম্বরের নোটবন্দিতে পুরানো ৫০০ এবং ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল হয়ে যাওয়ার পরে ২০২৩ এ বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট৷ যা নিয়ে বিভ্রান্তির শেষ নেই৷
advertisement

আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, যাঁদের কাছে ২০০০ টাকার নোট আছে, তাঁরা ২৩ মে, 2023 থেকে যে কোনও ব্যাঙ্কে নোটগুলি বদল করে নিতে বা তাঁদের নিজস্ব অ্যাকাউন্টে জমা করে দিতে পারবেন। এই সুবিধাটি আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত উপলব্ধ থাকবে৷

আরও পড়ুন: আবারও কি ফিরছে ১০০০ টাকার নোট? সাংবাদিক বৈঠকে জরুরি কথা জানালেন RBI গভর্নর

advertisement

কিন্তু, কী ভাবে ব্যাঙ্কে গিয়ে বদল করবেন ২০০০ টাকার নোট? তার জন্য রইল ধাপে ধাপে দেওয়া নির্দেশিকা

ধাপ ১: গ্রাহকরা তাঁদের নিকটতম ব্যাঙ্কের যে কোনও শাখায় যেতে পারেন৷ সেখানে নিজের অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিয়ে ২০০০ টাকার নোট জমা দিতে পারেন। RBI-এর নির্দেশিকা অনুসারে, এমনকি, কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও গ্রাহকরাও অন্য মূল্যের যে কোনও নোট ২০০০ টাকার নোটের বিনিময়ে বদল করে নিতে পারবেন।

advertisement

ধাপ ২: ব্যাঙ্কগুলি আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ দিতে পারে, সেগুলি গ্রাহককে অবশ্যই পূরণ করতে হবে। তাতে নাম, কত টাকা বদল করতে চান, কতগুলি নোট রয়েছে ইত্যাদি উল্লেখ করতে হতে পারে। এছাড়া, গ্রাহকদের বিনিময়ের স্থান এবং তারিখও উল্লেখ করতে হবে।

advertisement

ধাপ ৩: তারপরে গ্রাহকরা তাঁদের ২০০০ টাকার নোট সহ ব্যাঙ্কের দেওয়া ফর্মটিতে সই করে তা জমা দেবেন সংশ্লিষ্ট ব্যাঙ্কে।

২৩ মে, ২০২৩ থেকে যে কোনও ব্যাঙ্কে একবারে ১০টি ২০০০ টাকার নোট অর্থাৎ, ২০ হাজার টাকা বিনিময় করার বিকল্প রয়েছে বলে জানিয়েছে RBI। নোট বদলের কোনও ঊর্ধ্বসীমা RBI-এর তরফে উল্লেখ করা হয়নি৷

advertisement

অন্যদিকে, SBI-এর তরফে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট বদলের জন্য কোনও ধরনের ফর্ম পূরণ করতে হবে না গ্রাহকদের৷ লাগবে না কোনও ধরনের পরিচয়পত্র৷ শুধুমাত্র একবারে ১০টি ২০০০টাকার নোট বদল করা যাবে৷

আরও পড়ুন: ফেরাতে পারবেন না ২০০০ টাকার নোট, চলবে বেচাকেনা, ৬ জরুরি প্রশ্নের উত্তর দিলেন RBI গভর্নর

বিনিময়/আমানতের সীমা

– একজন একবারে ২০,০০০/- টাকার ২০০০ টাকার নোট বদল করতে পারবেন

– আমানতের জন্য, জনসাধারণের সদস্যরা সীমাবদ্ধতা ছাড়াই ২০০০ টাকার নোট জমা করতে পারবেন৷

বিনিময়/ জমার তারিখ

-২৩ মে, ২০২৩ থেকে ২০০০ টাকার নোট জমা বা পরিবর্তন করতে ব্যাঙ্কের কাছে যাওয়া শুরু করতে পারেন গ্রাহকেরা৷

-আরবিআই আরও বলেছে যে, প্রক্রিয়াটির শেষ হবে ৩০ সেপ্টেম্বর, ২০২৩

বিনিময়/আমানত ফি

টাকা বদল করতে কোনও টাকা দিতে হবে না গ্রাহককে৷ নোট বদল হবে বিনামূল্যে।

নন-অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বিনিময়

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরবিআই জানিয়েছে, একজন নন-অ্যাকাউন্ট হোল্ডারও যে কোনও ব্যাঙ্কের শাখায় একবারে ২০,০০০/- টাকার সীমা পর্যন্ত ২০০০ টাকার নোট বদল করতে পারবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI | 2000 Rupees Note: খুব সহজেই ব্যাঙ্কে গিয়ে করতে পারবেন ২০০০ টাকার নোট বদল? জেনে রাখুন গোটা পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল