আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, নিকটবর্তী যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখাতে গেলেই এক বারে ১০টি ২০০০ টাকার নোট, অর্থাৎ, ২০ হাজার টাকার নোট বদল করতে পারবেন গ্রাহকেরা৷ এজন্য কোনও পরিচয়পত্র তাঁদের দেখাতে হবে না৷ এ জন্য গ্রাহকদের ওই নির্দিষ্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে৷
প্রশ্ন ১: ঠিক কতদিন পর্যন্ত কার্যকর থাকবে ২০০০ টাকার নোট? ব্যবসায়ীরা কি এখনও এই নোট দিয়ে লেনদেন সারতে পারবেন? উত্তর: কোনও দোকানদার বা ব্যবসায়ী এখন ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করতে পারবেন না৷ অন্তত ২০ সেপ্টেম্বর পর্যন্ত৷ এদিন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস আশ্বাস দেন, ‘‘তাড়াহুড়োর কোনও দরকার নেই৷ আপনার কাছে ৪ মাস সময় আছে৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোট বদলে নিলেই যথেষ্ট৷’’ তাঁর দাবি, NRI কিংবা H-1B ভিসা হোল্ডারদেরও যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যবস্থা করা হয়েছে৷
প্রশ্ন ৪: কেন ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI? গভর্নর দাস জানান, এই প্রক্রিয়া ‘স্বচ্ছ নোট নীতি’র অন্তর্ভুক্ত৷ এর মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট সিরিজের নোট বাতিল করা হয় এবং নতুন নোট আনা হয়৷ ২০১৬ সালে নোট বন্দির সময় যখন ৫০০ টাকার পুরনো নোট এবং ১০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হয়, তখন নোট ঘাটতি কমাতে ভারতীয় অর্থনীতিতে নিয়ে আসা হয় ২০০০ টাকার নোট৷