বিশেষ করে সবজি চাষিরা এই বৃষ্টিতে স্বস্তি পাচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরে চলা খরা এবং গরমের কারণে তাঁদের ফসল শুকিয়ে যাচ্ছিল। বৃষ্টির জল পেয়ে সবজি গাছগুলি নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।
চাষীরা জানিয়েছেন, বর্তমানে বাড়ন্ত সময়ে পাটচাষেও প্রচুর জলসেঁচের খরচ বাড়ছিল। পর্যাপ্ত বৃষ্টিতে সঙ্কট কেটেছে তাদের। জেলার বহরমপুর, হরিহরপাড়া, বেলডাঙা, ডোমকলের মতো বিভিন্ন এলাকায় বিকল্প চাষ হিসেব সব্জি চাষ করে থাকেন কৃষকেরা। যারা সকলেই দুশ্চিন্তায় পড়েছিলেন।
advertisement
আরও পড়ুন: PM Kisan: ১৮ জুলাই কি আসবে যোজনার টাকা ? জেনে নিন লেটেস্ট আপডেট
এদিকে মরসুমি বৃষ্টি শুরু হতেই মুর্শিদাবাদের আনাজ চাষিদের সুবিধা হয়েছে। একদিকে কমেছে সেচের খরচ। অন্যদিকে বাজারে তুলনামূলক জোগান কম থাকায় দাম ফের চড়তে শুরু করেছে বিভিন্ন আনাজের।
আরও পড়ুন: আপনিও কি এই ৫টি ভুল করছেন? তাহলে ধনী হওয়ার স্বপ্ন ভুলে যান ! জানলে অবাক হবেন
চাষিরা জানান, এর আগে টানা তাপপ্রবাহ চলতে থাকায় গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছিল। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছে। গোড়ায় জল পেয়ে সবজি গাছ শুকিয়ে যাওয়া বন্ধ হয়েছে। ফসলও তরতাজা হয়ে উঠেছে। কৃষি দফতরের আধিকারিকরা জানান, এই স্যাঁতসেঁতে আবহাওয়া আনাজ চাষের পক্ষে অনুকূল।
কৌশিক অধিকারী