এই নির্দেশিকায় ইন্টারচেঞ্জ চার্জ বসানোর কথা বলা হয়েছে। তবে NCPI একথাও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে PPI-এ বদল শুরু হলেও, কোনও ভাবেই গ্রাহকের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে পেমেন্টের উপর ০.৫ শতাংশ থেকে ১.১ শতাংশ PPI ধার্য করা করা যেতে পারে। সূত্রের খবর, UPI-এর মাধ্যমে ২ হাজার টাকার লেনদেনে ১.১ শতাংশ PPI ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে। এই PPI চার্জ শুধুমাত্র ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। গ্রাহকদের কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না বলেই জানা গিয়েছে।
advertisement
NPCI-এর তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হলে সেই লেনদেনের উপর কোনও চার্জ নেওয়া যাবে না। NPCI-র তরফে জানানো হয়েছে, UPI পেমেন্টে ব্যাঙ্ক বা গ্রাহককে চার্জ করা হবে না। এই পরিবর্তন আসছে শুধু প্রি-পেমেন্ট ওয়ালেটে অন্তর্ভুক্ত নতুন ব্যবস্থার উপর এই চার্জ ধার্য করা হবে। ১ শতাংশ পর্যন্ত নতুন চার্জ নেওয়া হতে পারে।
আরও পড়ুন, 'নরেন্দ্র মোদিকে ভুয়ো মামলায় ফাঁসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল', বিস্ফোরক অমিত
আরও পড়ুন, ‘একটি পরিবারের জন্য দেশের আইন কি বদলানো উচিত?’, রাহুল গান্ধি নিয়ে অমিত শাহ
UPI হল একটি ব্যাঙ্কিং ব্যবস্থা। পেমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ লেনদেন করা যায়। এর সাহায্যে, খুব তাড়াতাড়ি লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা যায়। UPI ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। যা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) অধীনে কাজ করে। এর মাধ্যমে যে কোনও নাগরিক যে কোনও ব্যক্তির কাছে খুব সহজে টাকা পাঠাতে পারেন। পেতেও পারেন একই ভাবে।