বাজেটে পেশের সময়ে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোন এবং টিভির যন্ত্রাংশে শুল্ক কমানো হবে। ফলে টিভি এবং স্মার্টফোনের দাম অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হচ্ছে। আগামী ৩ বছরে সরকার ৭৪০টি একলব্য মডেল স্কুলের জন্য ৩৮,৮০০ জন শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে।দেশে ৫০টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে।
advertisement
নির্মলা সীতারামন বলেন, মেডিক্যাল রিসার্চে জোর। তৈরি হবে ১৫৭টি নতুন নার্সিং কলেজ। জেলায় জেলায় তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি। এর পাশাপাশি রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে পর্যটন শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। ৪৪.৬ কোটি মানুষ বিমার আওতায় রয়েছেন। বাজেটে ৭টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে ডিজিটাল ক্ষেত্রে জোর। কৃষিক্ষেত্রে স্টার্টআপ নিয়ে আসার ভাবনা। কমবয়সীদের জন্য কর্মসংস্থান তৈরিতে আরও বেশি নজর দেওয়া হবে।
আরও পড়ুন, ভোটের আগে শেষ বাজেট, বাংলার রেল প্রকল্পের জন্য বরাদ্দ কত হবে? নজর রাজ্যবাসীর
আরও পড়ুন, নির্মলার ভাষণ শুরুর আগে ১০ পয়েন্টে জেনে নিন বাজেটের আকর্ষণীয় তথ্য এবং ইতিহাস!
অর্থমন্ত্রী বলেন, নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধসীমা বাড়ল। ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে না কর। নতুন কাঠামোয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ কর। ৯ থেকে ১২ লক্ষ আয়ে ১৫ শতাংশ কর। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর।