TRENDING:

Union Budget 2023: তিন বছরের ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বাজেটে বিরাট ঘোষণা করলেন নির্মলা

Last Updated:

আদিবাসীদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: হবু শিক্ষকদের জন্য বাজেটে বড় সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আগামী তিন বছরে গোটা দেশে ৭৪০টি আবাসিক মডেল স্কুল তৈরি করা হবে৷ মূলত আদিবাসী পড়ুয়াদের জন্যই এই স্কুলগুলি তৈরি করবে কেন্দ্রীয় সরকার৷ এই স্কুলগুলির জন্য তিন বছরে ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
advertisement

এ বারের বাজেটের নাম সপ্তঋষি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মূলত সাতটি ক্ষেত্রে বিশেষ নজর দিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে বলেই এমন নামকরণ হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এই সাতটি ক্ষেত্রের মধ্যে অন্যতম হল উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া এবং পরিকাঠামো নির্মাণ৷

আরও পড়ুন: 'অমৃতকালের' প্রথম বাজেট পেশ নির্মলা সীতারণের, রেলের জন্য রেকর্ড বরাদ্দ

advertisement

সেই লক্ষ্যেই আদিবাসীদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ আদিবাসী পড়ুয়াদের শিক্ষার প্রসারে দেশজুড়ে ৭৪০টি একলব্য মডেল স্কুল তৈরি করা হবে৷ এই স্কুলগুলিতে পড়ানোর জন্যই আগামী তিন বছরের মধ্যে ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করবে কেন্দ্র৷

সেরা ভিডিও

আরও দেখুন
সব জায়গায় ভাইফোঁটা পালিত হলেও, বাঁকুড়ার এই গ্রামে ভাইকে ফোঁটা দেন না বোনেরা
আরও দেখুন

শুধু আদিবাসী পড়ুয়াদের জন্য স্কুল তৈরিই নয়, অর্থমন্ত্রী জানিয়েছেন ছোটদের জন্য একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করবে কেন্দ্র৷ লাইব্রেরি তৈরির জন্যই রাজ্যগুলিকেও উৎসাহ দেওয়ার পাশাপাশি সাহায্য করা হবে৷ এ ছাড়াও যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরিও সরকারের লক্ষ্য বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: তিন বছরের ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বাজেটে বিরাট ঘোষণা করলেন নির্মলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল