TRENDING:

Union Budget 2023: বিরাট স্বস্তি! বাজেটে মধ্যবিত্তদের বড় 'গিফট' দিতে পারে মোদি সরকার

Last Updated:

Union Budget 2023: কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার এই বাজেটে অনেক ঘোষণা করতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: ৩১ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে এবং কেন্দ্রীয় সরকার ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবে। বলা হচ্ছে যে, এই বাজেট বর্তমান কেন্দ্রীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেটে দেশের মধ্যবিত্তদের জন্য বড় উপহার থাকতে পারে।
নরেন্দ্র মোদি। ফাইল ছবি
নরেন্দ্র মোদি। ফাইল ছবি
advertisement

সিএনবিসি আওয়াজ-এর তথ্য অনুযায়ী, মধ্যবিত্তদের সন্তুষ্ট করাই বাজেট বৈঠকের প্রধান লক্ষ্য এবং সম্ভবত করের হার কমানোর দীর্ঘদিনের দাবি এবারের বাজেটে পূরণ হতে পারে। একই সঙ্গে মধ্যবিত্তরাও বাজেটে নিজেদের জন্য আরও অনেক স্বস্তির আশা করতে পারেন। বাজেটে মধ্যবিত্ত শ্রেণির জন্য কর অব্যাহতিসহ অনেক কিছু ঘোষণা করা যেতে পারে।

advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় আধিকারিকদের বাজেট নিয়ে যে বৈঠক হচ্ছে, সেখানে মধ্যবিত্ত শ্রেণির উপর ছাড় দিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বৈঠকে মধ্যবিত্তদের স্বস্তি দিতে বিভিন্ন বিকল্প আলোচনা করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে সরকারের প্রথম অগ্রাধিকার আয়করে ছাড় দেওয়া।

সূত্র মারফত জানা গিয়েছে, নতুন আয়কর ব্যবস্থায় করের হার কমানো হতে পারে। এর পাশাপাশি নতুন আয়করকে পুরনো আয়করের সমানে আনার চেষ্টা করা হতে পারে। একই সঙ্গে জানা গিয়েছে, ক্রেতাদের স্বস্তি দিতে সরকার বাজেটে হাউজিং লোন সংক্রান্ত ছাড় বাড়ানোর কথাও ভাবছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার নিজেই একটি বিবৃতি দিয়েছিলেন যে তিনি নিজেই একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন এবং তিনি মধ্যবিত্তের সমস্যাগুলি খুব ভাল বোঝেন।

advertisement

আরও পড়ুন, নজরে মেঘালয়, আজ থেকে ফের তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন, বঙ্গ বিজেপি'র কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার এই বাজেটে অনেক ঘোষণা করতে পারে। সরকার সংস্থাগুলির জন্য এমন ছাড় ঘোষণা করতে পারে, যার কারণে নতুন কর্মসংস্থানের সংখ্যা বাড়বে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বিরাট স্বস্তি! বাজেটে মধ্যবিত্তদের বড় 'গিফট' দিতে পারে মোদি সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল