তিনি বলেন, ২০২২-২৩-এ ৫জি পরিষেবা শুরু করা হবে। এবং গ্রামগুলিতে পরিষেবা পৌঁছে দিতে পরিকাঠামো গড়ে তোলা হবে। টেলিকম সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে। বেসরকারি শিল্পক্ষেত্রগুলিকেও আহ্বান করা হবে।
আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২০২৫ সালের মধ্যে গ্রামের প্রত্যন্ত এলাকায় অপটিক্যাল ফাইবার বসানোর চিন্তাভাবনা কেন্দ্রের। ডিজিটাল পদ্ধতিকে আরও গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একদিকে যেমন ডিজিটাল মুদ্রার কথা বলেছেন, অন্যদিকে গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবার কথাও উল্লেখ করেছেন।
advertisement
আরও পড়ুন-Viral News: এক সঙ্গে আট বউকে নিয়ে সংসার ! কেমন আছেন এই যুবক ?
দেশে অর্থনীতির মন্দগতি, কর্মসংস্থানের সঙ্কট, আর্থিক বৈষম্য বৃদ্ধির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এদিন আগামী বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, “বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট।” এ বারের বাজেটে পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা, পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
এর পাশাপাশি নতুন দিনের দাবি মেনে দেশে তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পড়ানোর প্রশিক্ষণও দেওয়া হতে পারে। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হবে। এমনটাই এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
আগামী তিন বছরে ভারতে চারশো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Trains) চালু হবে৷ বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Budget 2022)৷ ২০১৯ সালে প্রথম পরিষেবা দেওয়া শুরু করেছিল এই হাইস্পিড ট্রেন৷ যা ট্রেন ১৮ নামেও পরিচিত৷
এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করা হয়েছিল৷ এবারে সেই লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হল৷ বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি ট্রেন৷ এই মুহূর্তে বারাণসী দিল্লি এবং দিল্লি ও জম্মুর কাটরা পর্যন্ত দু'টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে ৷ বন্দে ভারত এক্সপ্রেসের যে প্রস্তাবিত রুটগুলি রয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া- রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও৷