শুক্রবার সকালে DFS (Department of Financial Services), IBA এবং UFBU-র প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পাঁচ দিনের ব্যাঙ্কিং, কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা এবং PLI (Performance Linked Incentive)-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে সদর্থক আশ্বাস মিলেছে যে, পাঁচ দিনের ব্যাঙ্কিং-সহ অন্যান্য দাবিগুলির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে পুনরায় বৈঠক হওয়ার কথা রয়েছে।
advertisement
‘এত দিন যাকে ‘দিদি’ বলে জেনেছি সে আসলে…!’ ১৪ বছরের অন্তঃসত্ত্বা কিশোরীর জীবন আপনাকে স্তম্ভিত করবে!
UFBU জানিয়েছে, পাঁচ দিনের ব্যাঙ্কিং কার্যকর করার বিষয়টি Chief Labour Commissioner (CLC) সরাসরি পর্যবেক্ষণ করবেন। তাই আলোচনার এই ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে ২৪ ও ২৫ মার্চের ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪-২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট হলে সাধারণ মানুষের চরম ভোগান্তি হওয়ার আশঙ্কা ছিল। কারণ, ২২ মার্চ শনিবার, ২৩ মার্চ রবিবার থাকায় ব্যাঙ্ক বন্ধ। এরপর টানা দু’দিন ধর্মঘট হলে চার দিন ধরে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকত। এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা ছিল।
তবে ধর্মঘট স্থগিত হওয়ায় সাধারণ গ্রাহকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। UFBU (United Forum of Bank Unions) জানিয়েছে, এই সিদ্ধান্ত সাময়িক হলেও, দাবি আদায়ের জন্য আলোচনা চালিয়ে যাওয়া হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে।