TRENDING:

Viral: রাতারাতি 'মালামাল'...! যা করলেন 'এই' দুই গৃহবধূ! চমকে গেলেন সকলে, সোশ্যাল মিডিয়াই খুলে দিল...

Last Updated:

Viral: সোশ্যাল মিডিয়ার দৌলতে মালামাল দুই গৃহবধূ। কী এমন করলেন তারা দু'জনে, জানলে আপনিও অবাক হবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : সোশ্যাল মিডিয়ার দৌলতে মালামাল দুই গৃহবধূ। অন্যদেরও স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন তারা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। দোরগোড়ায় দোল উৎসব। দোলের অন্যতম অঙ্গ আবির। তবে কেমিক্যাল আবিরে রয়েছে বেশ কিছু ক্ষতিকারক দিক। ‌তাই অনেকেই ভেষজ আবির পছন্দ করে থাকেন। আর তাতেই ভাগ্য খুলে গেল পুরুলিয়ার দুই গৃহবধূর। সোশ্যাল মিডিয়া থেকে আবির বানানোর পদ্ধতি রপ্ত করে ভেষজ আবির তৈরি করে লক্ষ্মীলাভ করছেন তারা।
advertisement

দোল উৎসব উপলক্ষে শাক সবজি দিয়ে ভেষজ আবির তৈরি করে রোজগারের নতুন দিশা দেখাচ্ছেন পুরুলিয়া শহরের দুলমি – নডিহা এলাকার বাসিন্দা নমিতা মাহাতো ও দশমী মাহাতো।‌ এ-বছর প্রথম তারা এই আবির তৈরি করছেন।‌ আর তাদেরকে সহযোগিতা করছে পরিবারের অন্যান্য সদস্যরা। পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ সহ নানান শাক সবজি ব্যবহার করে অ্যারারুট এবং গোলাপ জল দিয়ে তৈরি করা হচ্ছে লাল, হলুদ, সবুজ, গেরুয়া, গোলাপী রঙের আবির।

advertisement

আরও পড়ুন-১ বছরে ৩০ বার দুবাইয়ে, প্রতি ট্রিপে কামিয়েছেন ১২-১৩ লাখ টাকা, কী করতেন রানিয়া রাও? জানলে পায়ের তলার মাটি সরে যাবে

এই আবির তৈরিতে খরচ কম, লাভও বেশি। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আবির। কেমিক্যাল আবিরের মত এই আবিরে কোনও ক্ষতি হয় না বলে ভেষজ আবিরের চাহিদাও যথেষ্ট ভাল রয়েছে বলে জানান প্রস্তুতকারীরা। এ বিষয়ে পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, কেমিক্যাল আবিরের তুলনায় ভেষজ আবির যথেষ্ট ভাল। পলাশ ফুল দিয়ে অনেকেই ভেষজ আবির প্রস্তুত করে থাকেন। যারা পলাশ ফুল দিয়ে আবির প্রস্তুত করেন তাদের কাছে অনুরোধ তারা যেন গাছ থেকে ফুল না ছিড়ে মাটিতে পড়ে থাকা পলাশ ফুল দিয়ে আবির প্রস্তুত করেন।

advertisement

View More

আরও পড়ুন-চরম দুঃসময় আসছে…! ভয়ঙ্কর বিপদ আছড়ে পড়বে ৩ রাশির কপালে, রাহু-কেতুর কুনজরে জীবন ‘নরক’, দুর্ঘটনার সম্ভাবনা, চলে যেতে পারে চাকরি!

আবির ছাড়া একপ্রকার অসম্পূর্ণ দোল উৎসব। তবে কেমিক্যাল আবিরের বদলে অনেকেরই পছন্দ ভেষজ আবির। আর এই ভেষজ আবির তৈরি করেই রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছেন অনেকেই।

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Viral: রাতারাতি 'মালামাল'...! যা করলেন 'এই' দুই গৃহবধূ! চমকে গেলেন সকলে, সোশ্যাল মিডিয়াই খুলে দিল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল