দোল উৎসব উপলক্ষে শাক সবজি দিয়ে ভেষজ আবির তৈরি করে রোজগারের নতুন দিশা দেখাচ্ছেন পুরুলিয়া শহরের দুলমি – নডিহা এলাকার বাসিন্দা নমিতা মাহাতো ও দশমী মাহাতো। এ-বছর প্রথম তারা এই আবির তৈরি করছেন। আর তাদেরকে সহযোগিতা করছে পরিবারের অন্যান্য সদস্যরা। পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ সহ নানান শাক সবজি ব্যবহার করে অ্যারারুট এবং গোলাপ জল দিয়ে তৈরি করা হচ্ছে লাল, হলুদ, সবুজ, গেরুয়া, গোলাপী রঙের আবির।
advertisement
এই আবির তৈরিতে খরচ কম, লাভও বেশি। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আবির। কেমিক্যাল আবিরের মত এই আবিরে কোনও ক্ষতি হয় না বলে ভেষজ আবিরের চাহিদাও যথেষ্ট ভাল রয়েছে বলে জানান প্রস্তুতকারীরা। এ বিষয়ে পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, কেমিক্যাল আবিরের তুলনায় ভেষজ আবির যথেষ্ট ভাল। পলাশ ফুল দিয়ে অনেকেই ভেষজ আবির প্রস্তুত করে থাকেন। যারা পলাশ ফুল দিয়ে আবির প্রস্তুত করেন তাদের কাছে অনুরোধ তারা যেন গাছ থেকে ফুল না ছিড়ে মাটিতে পড়ে থাকা পলাশ ফুল দিয়ে আবির প্রস্তুত করেন।
আবির ছাড়া একপ্রকার অসম্পূর্ণ দোল উৎসব। তবে কেমিক্যাল আবিরের বদলে অনেকেরই পছন্দ ভেষজ আবির। আর এই ভেষজ আবির তৈরি করেই রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছেন অনেকেই।
শর্মিষ্ঠা ব্যানার্জি