TRENDING:

২০ দিনে বিক্রি ২ লক্ষ টাকার ব্যবসা! 'টুনটুন গাড়ি'র চাহিদা আজও তুঙ্গে, ব্যাপক বিক্রিবাটা মন ভরছে ব্যবসায়ীদের

Last Updated:

পাঁচ থেকে সাত হাজার পিস বিক্রি হয় এই খেলনা। মেলার কদিন, প্রতিদিন শয়ে শয়ে বিক্রি, মাত্র ২০-২২ দিনে ১.৫ - ২ লক্ষ টাকার খেলনা বিক্রি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 আন্দুল, রাকেশ মাইতি: খেলনা মানে ফেলনা নয়, বাংলার এই খেলনা ইলেকট্রনিক্স খেলনাকে পিছনে ফেলে ছোটদের পছন্দের এখন সেরা তালিকায়। আন্দুল রাস মানে এই জিনিসের চাহিদা তুঙ্গে। ছোটদের চাহিদা মেটাতে এই খেলনা জিনিসের বিপুল সম্ভার নিয়ে ভিন জেলা থেকে বিক্রেতারা আসেন হাওড়ায়। এবারও আন্দুল রাস মেলায় বিপুল সম্ভার এই জিনিসের।
advertisement

আন্দুল রাস মানে পাঁচ থেকে সাত হাজার পিস বিক্রি হয় এই খেলনা। মেলার কদিন, প্রতিদিন শয়ে শয়ে বিক্রি, মাত্র ২০-২২ দিনে ১.৫ – ২ লক্ষ টাকার খেলনা বিক্রি। যখন বাংলার পুরনো দিনের খেলনা ক্রমশ চাহিদা কমছে, হাওড়া আন্দুল রাস মেলায় ব্যাপক চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে টুনটুন বা সরাঢাক।

আরও পড়ুন: বন্ধ থাকবে বোট-লঞ্চ, ডিসেম্বর মাসে ২ দিন পুরোপুরি বন্ধ সুন্দরবন ভ্রমণ! কর্তৃপক্ষের নির্দেশে মন খারাপ ভ্রমণ পিপাসু বাঙালিদের

advertisement

সরাঢাক বা টুনটুন গাড়ি। শৈশবের দারুণ আকর্ষণের, মাটির চাকা পাটের দড়ি আর সৌখিন বাঁশের কাঠির দু’চাকার গাড়ির উপর মাটির সরার উপর চামড়া বা প্লাস্টিক পর্দা লাগান ঢাক। সামনে থেকে দড়িতে টান মারলেই চাকা ঘুরে ঢাকের উপর কাঠি পড়লেই ঢাকের শব্দ। তাতে শিশুদের মন মুগ্ধ করে, পুরনো দিনের এই খেলনা প্রবীণদের মনে করিয়ে দেয় হারানো সেই শৈশব। হাওড়ার আন্দুল রাস মেলায় প্রতিবছর চাহিদার সঙ্গে বিক্রি হয় এই খেলনা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ডোকরার কাজ করে সংসার চালানো, ফেনা ভাত খেয়েও বডি বিল্ডার হওয়ার স্বপ্ন সাকার বাঁকুড়ার যুবকের
আরও দেখুন

দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঁচ সাত জন বিক্রেতা আসেন প্রতিবছর। প্রত্যেক বিক্রেতা ১-২ হাজার পর্যন্ত এই খেলনা নিয়ে আসে। এই খেলনার দাম ৩০ টাকা প্রতি পিস দরে বিক্রি হচ্ছে। বাজার তুলনায় এই খেলনার দাম অনেকটাই কম। মাটির চাকা মাটির সরা চামড়া বা প্লাস্টিক খুব পাট দড়ি প্রয়োজন হয়। সবমিলিয়ে এই খেলনা বিক্রি করে খুব বেশি লাভ পায়না বিক্রেতা। হাওড়া জেলার রথ চরকের মেলায় বাংলার টুনটুন বা ঢাক গাড়ি এই খেলনা চোখে পড়ে। তবে বিক্রেতাদের কথায় সমগ্র জেলার মধ্যে সবথেকে বেশি চাহিদা হয় আন্দুল রাস মেলায়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২০ দিনে বিক্রি ২ লক্ষ টাকার ব্যবসা! 'টুনটুন গাড়ি'র চাহিদা আজও তুঙ্গে, ব্যাপক বিক্রিবাটা মন ভরছে ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল