আরও পড়ুন: এই সরকারি যোজনায় প্রতিদিন এতো টাকা জমা করলে পেয়ে যাবেন কোটি কোটি টাকা
কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?
যাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া থাকে ৷ পাশাপাশি NTES app এ এই বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন সহজেই ৷
advertisement
আরও পড়ুন: সস্তায় বাড়ি কেনার প্ল্যান রয়েছে ? এই তিন ব্যাঙ্ক দিচ্ছে দারুণ সুযোগ
রেলের তরফে ট্রেন বাতিল করা হলে অটোমেটিক রিফান্ড হয়ে যায় টাকা
আপনার কাছে ই-টিকিট থাকলে ট্রেন বাতিল হলে টিকিট ক্যান্সেল করার দরকার পড়ে না ৷ ট্রেন বাতিল হলে টিকিটের টাকা নিজে থেকেই আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যায় ৷ এই ক্ষেত্রে টিকিট ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ টিডিআর ফাইল করারও দরকার পড়ে না ৷
আরও পড়ুন: মাত্র ২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আয় করবেন ৪ লক্ষ টাকা....
আপনার ট্রেন লেট থাকলে পেয়ে যাবেন পুরো টাকা -
আপনার ট্রেন ৩ ঘণ্টার বেশি লেট থাকলে এবং আপনি যাত্রা না করলে ট্রেন ছাড়ার আগে টিডিআর ফাইল করতে হয় ৷ টিডিআর ফাইল করার জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে লগইন করতে হবে ৷ এরপর My Account এ গিয়ে My Transaction অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর File TDR এ ক্লিক করত হবে ৷