TRENDING:

Cancelled Train Update: আজ বাতিল করা হয়েছে ১১৫৫ ট্রেন, দেখে নিন কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা

Last Updated:

Cancelled Train Update: কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বুধবার ১১৫৫টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল ৷ বাতিল হওয়া বেশির ভাগ ট্রেন বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমের রুটে চলা ট্রেন ৷ এছাড়া ১৪টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ করোনার জেরে এমনিতেই রেলের তরফে কম ট্রেন চালানো হচ্ছে ৷ তার উপর ঘন কুয়াশার জেরে প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক ট্রেন বাতিল করা হচ্ছে ৷ এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷
আগামিকাল দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আগামিকাল দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
advertisement

আরও পড়ুন: এই সরকারি যোজনায় প্রতিদিন এতো টাকা জমা করলে পেয়ে যাবেন কোটি কোটি টাকা

কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?

যাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া থাকে ৷ পাশাপাশি NTES app এ এই বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন সহজেই ৷

advertisement

আরও পড়ুন: সস্তায় বাড়ি কেনার প্ল্যান রয়েছে ? এই তিন ব্যাঙ্ক দিচ্ছে দারুণ সুযোগ

রেলের তরফে ট্রেন বাতিল করা হলে অটোমেটিক রিফান্ড হয়ে যায় টাকা

আপনার কাছে ই-টিকিট থাকলে ট্রেন বাতিল হলে টিকিট ক্যান্সেল করার দরকার পড়ে না ৷ ট্রেন বাতিল হলে টিকিটের টাকা নিজে থেকেই আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যায় ৷ এই ক্ষেত্রে টিকিট ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ টিডিআর ফাইল করারও দরকার পড়ে না ৷

advertisement

আরও পড়ুন: মাত্র ২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আয় করবেন ৪ লক্ষ টাকা....

আপনার ট্রেন লেট থাকলে পেয়ে যাবেন পুরো টাকা -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আপনার ট্রেন ৩ ঘণ্টার বেশি লেট থাকলে এবং আপনি যাত্রা না করলে ট্রেন ছাড়ার আগে টিডিআর ফাইল করতে হয় ৷ টিডিআর ফাইল করার জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে লগইন করতে হবে ৷ এরপর My Account এ গিয়ে My Transaction অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর File TDR এ ক্লিক করত হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cancelled Train Update: আজ বাতিল করা হয়েছে ১১৫৫ ট্রেন, দেখে নিন কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল