এশিয়ার অন্যতম বৃহত্তম টমেটোর বাজার আছে কর্নাটকের কোলারে৷ এই বাজারে কিছুদিন আগেও ১৫ থেকে ২০ টাকা কেজি দরে টমেটো পাওয়া যেত৷ বর্তমানে সেখানেও সেঞ্চুরি হাঁকালো টমেটোর দাম৷
মহারাষ্ট্রের নাসিক হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টমেটোর বাজার৷ তবে এখানে ভয়াঙ্কর হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণে চাষের মারাত্মক ক্ষতি হয়েছে৷ এই মাছির আক্রমণে গাছের পাতা কুঁকড়ে যায়৷ কৃষকদের কথায় এই ‘‘ভাইরাস’’-এর আক্রমণেই টমেটোর ক্ষতি হচ্ছে৷ টমেটোর পরিবহণেও সমস্যা হচ্ছে এই পোকার উৎপাতে৷ মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং এমনকী বাংলাদেশের বাজারেও এই টমেটো পরিবহণ করা হয়। যার প্রভাব পড়ছে টমেটোর দামে৷
advertisement
আরও পড়ুন: চলতে চলতে গিরগিটির মতো বদলাবে গাড়ির রঙ, BMW-র কামাল দেখলে চোখ কপালে উঠবে!
নাসিকের মতো এত বড় টমেটোর বাজারে এপ্রিলেই বিক্রি বন্ধ হয়েছে৷ ফলে কোলারে থেকে চাহিদা বাড়ছে৷ ফলে চাহিদা প্রচুর থাকলেও যোগান কমেছে৷
আরও পড়ুন: পেট্রোলের দাম কমে ১৫ টাকা লিটার হতে পারে যদি….! জ্বালানির দাম নিয়ে আর কী বললেন গড়করি ?
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে, খুচরো বাজারে টমেটোর দাম কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছে গিয়েছে। দিল্লি, তামিলনাড়ু-সহ দেশের অন্যান্য অংশেও টমেটোর দাম ক্রমশ বাড়ছে। আগামিদিনে এই দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।