TRENDING:

PM Kisan: আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই করতে হবে এই কাজ, হাতে নেই আর বেশি সময়

Last Updated:

PM Kisan: কেন্দ্রের তরফে ই-কেওয়াইসি করার জন্য সময় সীমা এক সপ্তাহ বাড়িয়ে ৩১ মে ২০২২ করে দেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকা শীঘ্রই আসতে চলেছে ৷ কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের তরফে ২০০০ টাকা ক্রেডিট করা হবে ৷ তবে এবারের কিস্তির টাকা বিপুল সংখ্যাক কৃষক পাবেন না ৷ এর মূল কারণ হচ্ছে ই-কেওয়াইসি ৷ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, পিএম কিষানের টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷
advertisement

কেন্দ্রের তরফে ই-কেওয়াইসি করার জন্য সময় সীমা এক সপ্তাহ বাড়িয়ে ৩১ মে ২০২২ করে দেওয়া হয়েছে ৷ পিএম কিষান পোর্টালে জারি হওয়া নোটিস অনুযায়ী, পিএম কিষানের সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি-র সময় সীমা বাড়িয়ে ৩১ মে ২০২২ করা হয়েছে ৷

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিট না রেকারিং ডিপোজিট? কোনটা করলে বেশি লাভবান হবেন.....

advertisement

কী এই কেওয়াইসি ?

গত বছর সরকার জানিয়েছিল কৃষকরা আগামী কিস্তি তখনই পাবেন যখন ই-কেওয়াইসি করা থাকবে ৷ ই-কেওয়াইসি ছাড়া মিলবে না কোনও কিস্তি ৷

আরও পড়ুন: SBI-তে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই PAN সংক্রান্ত এই কাজ সেরে রাখুন

পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকার অপেক্ষা করছেন ? তাহেল আর দেরি না করে শীঘ্রই সেরে নিন এই ৫টি স্টেপস ৷ করে নিন ই-কেওয়াইসি ৷ যোজনার টাকা পাওয়ার জন্য ই-কেওয়াসি করা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার ৷ ই-কেওয়াইসি না করালে আটকে যেতে পারে কিস্তির টাকা ৷ ই-কেওয়াইসি আধার কার্ড ও সিএসসি সেন্টারের মাধ্যমে করা যেতে পারে ৷ ই-কেওয়াইসি করার ৫টি স্টেপস দেখে নিন-

advertisement

আরও পড়ুন: আরও দাম কমল সোনার ? জেনে নিন আজকের লেটেস্ট রেট এখানে....

১. প্রথমেই পিএম কিষান যোজনার ওয়েবসাইটে যেতে হবে

২. এখানে ফার্মাস কর্নারে গিয়ে ই-কেওয়াইসি ট্যাবে ক্লিক হবে

৩. এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আধার নম্বর দিয়ে সার্চ ট্যাবে ক্লিক করতে হবে

৪. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

৫. আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ক্লিক করতেই আপনার ই-কেওয়াইসি হয়ে যাবে

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই করতে হবে এই কাজ, হাতে নেই আর বেশি সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল