আরও পড়ুন: লাগামছাড়া জ্বালানি, আজও বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
এই রাজ্য দিতে চলেছে তিনটি ফ্রি সিলিন্ডার-
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি-সহ একাধিক পার্টি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ প্রতিশ্রুতি রাখতে এবার প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বে বিজেপি সরকার এক বছরে তিনটি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা করেছেন মঙ্গলবার ৷ প্রমোদ সাওয়ান্ত ২৮ মার্চ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ৷ শপথ নেওয়ার পর উনি জানিয়েছেন গোয়ার মানুষের জীবনযাপন আরও উন্নত করতে এবং রাজ্যের বিকাশের জন্যে আগামী দিনে কাজ করবে৷
advertisement
আরও পড়ুন: স্বাস্থ্য বিমায় কী কী মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যাবে, জেনে ফায়দা ওঠান
এখানে সস্তা হতে চলেছে সিএনজি-
পয়লা এপ্রিল থেকে মহারাষ্ট্রে সস্তা হতে চলেছে সিএনজি ৷ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সিএনজি-তে ভ্যাট অনেকটাই কমিয়েছে ৷ বিধানসভায় বাজেট পেশ করার সময় মহারাষ্ট্রের অর্থমন্ত্রী অজিত পাওয়ার ১১ মার্চ এই বিষয়ে ঘোষণা করেছিলেন ৷ মু্ম্বইয়ে বর্তমানে সিএনজি-র উপরে ভ্যাট ১৩.৫ শতাংশ যা ১ এপ্রিল থেকে কমিয়ে ৩ শতাংশ করে দেওয়া হয়েছে ৷