Insurance Tips: স্বাস্থ্য বিমায় কী কী মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যাবে, জেনে ফায়দা ওঠান

Last Updated:

Insurance Tips: দেখে নেওয়া যাক স্বাস্থ্য বিমার (Health Insurance) কোন নীতি মা ও সন্তানের (Maternity) জন্য সেরা।

benefits of maternity cover taken with health insurance
benefits of maternity cover taken with health insurance
#নয়াদিল্লি: প্রতি বছর মা-বাবা হন হাজার হাজার দম্পতি। এ জন্য আগেভাগেই সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করেন তাঁরা। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিমা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। কারণ সন্তান প্রসবের সময় কত খরচ হতে পারে তা অনুমান করা কঠিন। তাই স্বাস্থ্য বিমা থাকলে বাড়তি সুবিধা হয়। এখানে দেখে নেওয়া যাক স্বাস্থ্য বিমার (Health Insurance) কোন নীতি মা ও সন্তানের  (Maternity) জন্য সেরা।
সঠিক বিমা পলিসি (Health Insurance)  নির্বাচন করা হল হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ কমানোর প্রথম ধাপ। উদাহরণ হিসেবে বলা যায়, একজন স্বামী এবং স্ত্রীর মাতৃত্ব বিমা-সহ  (Maternity)  পৃথক স্বাস্থ্য কভার থাকলে তাঁরা আরও বেশি টাকা সঞ্চয় করতে পারেন। কারণ উভয়ই তাঁদের নিজ নিজ পলিসি থেকে এই টাকা দাবি করতে পারবেন।
advertisement
advertisement
অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করে: মাতৃত্ব (Maternity)   কভার-সহ স্বাস্থ্য বিমাগুলি যে কোনও রকম অর্থনৈতিক সংকট থেকে একটা পরিবারকে রক্ষা করতে পারে। কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে মূল্যবৃদ্ধি একটা জ্বলন্ত সমস্যা। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামই হু-হু করে বাড়ছে। স্বাভাবিকভাবেই খরচও বাড়ছে। কিন্তু সঠিক স্বাস্থ্য বিমা করা থাকলে তা সন্তানের জন্মের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জিনিসের খরচ এবং নবজাতকের চিকিৎসার খরচ বহনে সহায়তা করে। তাই মাতৃত্বকালীন বিমা (Maternity Cover) যথেষ্ট সাবধানে বেছে নিতে হয় যাতে পলিসিধারক সুবিধাগুলি পেতে পারেন।
advertisement
কী কী সুবিধা পাওয়া যায়? মাতৃত্বকালীন বিমা  (Maternity Cover)  একটি বিশেষ ধরণের স্বাস্থ্য বিমা যা কোনও মহিলার গর্ভাবস্থা, প্রসবের পাশাপাশি প্রসবোত্তর সময়ে যে কোনও বা সমস্ত চিকিৎসা ব্যয় করে থাকে। এর মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তির খরচ, ওষুধ, পরীক্ষা, চেকআপ ইত্যাদি।
মাতৃত্ব কভার-সহ স্বাস্থ্য বিমা সাধারণত স্বাভাবিক এবং সিজারিয়ান ডেলিভারি কভার করে। এটি একটি স্বতন্ত্র নীতি হিসাবে কিংবা প্রধান স্বাস্থ্য নীতির সঙ্গে একটি অ্যাড-অন কভার হিসাবে আসতে পারে। সাধারণত, মাতৃত্ব কভার-সহ একটি স্বাস্থ্য বিমা পলিসি প্রাক-জন্মকালীন এবং প্রসবোত্তর উভয় পর্যায়ে হাসপাতালে ভর্তির খরচ, নবজাতক শিশুর খরচ (৯০ দিন পর্যন্ত), ডে-কেয়ার চিকিৎসা, নবজাতকের টিকা দেওয়ার খরচ, অ্যাম্বুলেন্স খরচ, ইত্যাদি কভার করে। শুধু তাই নয়, সদ্যোজাতর কোনও জন্মগত ত্রুটি থাকলে তার চিকিৎসার ব্যয়ভারও বহন করা হয়।
advertisement
তবে কোন পলিসি বাছা হচ্ছে তার উপর এই কভার নির্ভর করে। তাই ক্ষেত্র বিশেষে এই সুবিধাগুলি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তবে গর্ভবতী হওয়ার পর এই বিমা করানো যায় না। তাছাড়া বয়স ১৮ বছরের কম এবং ৪৫ বছরের বেশি হলে এই বিমার সুবিধা পাওয়া যাবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Insurance Tips: স্বাস্থ্য বিমায় কী কী মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যাবে, জেনে ফায়দা ওঠান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement