TRENDING:

New Business Idea: নামিদামি পাঁচতারা হোটেলে ব্যাপক চাহিদা, এই সবজি চাষ করে মাসে লক্ষাধিক টাকা আয়

Last Updated:

নামিদামি হোটেল সহ বাজারে ব্যাপক চাহিদা এই সবজির। বাজারে ৫০ থেকে ৬০ টাকা কিলো দরে বিক্রি করতে পারবেন। এবারে চেরি টমেটো চাষ করে সকলের নজর কাড়লেন মালদহের এক কৃষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদা: চেরি ফল তো খেয়েছেন, খেয়েছেন কি চেরি টমেটো? বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, সাথে দামও পাওয়া যাচ্ছে ভাল। উত্তরবঙ্গে এই প্রথম চেরি টমেটো চাষ করে তাক লাগালেন মালদহের এক কৃষক। মূলত এই চেরি টমেটো পাহাড়ি এলাকায় চাষ হয়ে থাকে। তবে এ প্রথম সমতল এলাকায় মালদহ জেলার পুরাতন মালদহ ব্লকের নারায়ণপুরে চাষ জমিতে গ্রিন হাউস তৈরি করে চেরি টমেটো চাষ করেছেন মনোতোষ রাজবংশী।
advertisement

তিনি জানান, “শিলিগুড়ি থেকে এই টমেটোর বীজ এনে প্রাথমিকভাবে ২ কাঠা জমিতে চাষ করেছেন চেরি টমেটো। প্রতিটি গাছ থেকে অন্তত দশ কেজি করে ফলন হয়েছে। চেরি টমেটো সাধারণত লাল, হলুদ ও কালো রঙের হয়ে থাকে। তবে তিনি হলুদ ও লাল রঙের চেরি টমেটো চাষ করেছেন। বাজারে প্রায় ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হয় এই চেরি টমেটো। আশা করা হচ্ছে এই চেরি টমেটো চাষ করে লাভ হবে।”

advertisement

আরও পড়ুন: ভয়াবহ ঘটনা মালদহে! কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! দেহ টুকরো করে পোঁতা হল মেঝেতে, তারপর…

জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক জানান, “এই টমেটো দেখতে সাধারণ টমেটোর থেকে অনেকটা ছোট হলেও আকারে এই চেরি টমেটো অনেকটা চেরি ফলের মতন। সাধারণ টমেটোর চেয়েও পুষ্টিগুণে ভরা। এই টমেটোর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের কালার পিগমেন্ট থাকে যা স্বাস্থ্যের ক্ষেত্রে একাধিক রোগ প্রতিরোধে কাজে আসে। প্রাথমিকভাবে এই চাষ পুরাতন মালদহের এক কৃষক করেছেন। আগামীতে এই চাষ জেলা জুড়ে করার পরিকল্পনা রয়েছে।”

advertisement

View More

আরও পড়ুন: শুরুর দিনেই এত চাহিদা? আর ট্রেনের টিকিটের অপেক্ষা নয়, সরাসরি AC বাসে সবাই চলে যাচ্ছেন দিঘা!

এই চেরি টমেটো ম্যাচিওর্ড হতে প্রায় তিন মাস লাগে। অন্যান্য টমেটো থেকে এই টমেটোর দাম কয়েকগুণ বেশি। তাই এই চেরি টমেটো চাষ আর্থিক দিক থেকে লাভবান হতে দিশা দেখাচ্ছে জেলার কৃষকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে কাঁথিতে নতুন চমক! 'এই' ক্লাবে পাঁচ দিন ধরে কালীপুজো
আরও দেখুন

জিএম মোমিন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: নামিদামি পাঁচতারা হোটেলে ব্যাপক চাহিদা, এই সবজি চাষ করে মাসে লক্ষাধিক টাকা আয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল