তিনি জানান, “শিলিগুড়ি থেকে এই টমেটোর বীজ এনে প্রাথমিকভাবে ২ কাঠা জমিতে চাষ করেছেন চেরি টমেটো। প্রতিটি গাছ থেকে অন্তত দশ কেজি করে ফলন হয়েছে। চেরি টমেটো সাধারণত লাল, হলুদ ও কালো রঙের হয়ে থাকে। তবে তিনি হলুদ ও লাল রঙের চেরি টমেটো চাষ করেছেন। বাজারে প্রায় ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হয় এই চেরি টমেটো। আশা করা হচ্ছে এই চেরি টমেটো চাষ করে লাভ হবে।”
advertisement
আরও পড়ুন: ভয়াবহ ঘটনা মালদহে! কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! দেহ টুকরো করে পোঁতা হল মেঝেতে, তারপর…
জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক জানান, “এই টমেটো দেখতে সাধারণ টমেটোর থেকে অনেকটা ছোট হলেও আকারে এই চেরি টমেটো অনেকটা চেরি ফলের মতন। সাধারণ টমেটোর চেয়েও পুষ্টিগুণে ভরা। এই টমেটোর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের কালার পিগমেন্ট থাকে যা স্বাস্থ্যের ক্ষেত্রে একাধিক রোগ প্রতিরোধে কাজে আসে। প্রাথমিকভাবে এই চাষ পুরাতন মালদহের এক কৃষক করেছেন। আগামীতে এই চাষ জেলা জুড়ে করার পরিকল্পনা রয়েছে।”
আরও পড়ুন: শুরুর দিনেই এত চাহিদা? আর ট্রেনের টিকিটের অপেক্ষা নয়, সরাসরি AC বাসে সবাই চলে যাচ্ছেন দিঘা!
এই চেরি টমেটো ম্যাচিওর্ড হতে প্রায় তিন মাস লাগে। অন্যান্য টমেটো থেকে এই টমেটোর দাম কয়েকগুণ বেশি। তাই এই চেরি টমেটো চাষ আর্থিক দিক থেকে লাভবান হতে দিশা দেখাচ্ছে জেলার কৃষকদের।
জিএম মোমিন।