TRENDING:

১ লক্ষ টাকা বিনিয়োগে ৩৭ কোটি টাকা রিটার্ন! জানুন এই মাল্টিব্যাগার স্টকের বিষয়ে!

Last Updated:

দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এই মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করে ২৪ বছরে ৩,৬৮১ গুন রিটার্ন পেয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্টক মার্কেট নিয়ে আমাদের মধ্যে একটি ধারণা রয়েছে যে যাঁদের মধ্যে ধৈর্য আছে শুধুমাত্র তাঁরাই আয় করতে পারবে। অনেকেই মনে করেন শেয়ার বিক্রি করে লাভ হয় না, ধরে রেখে ভাল রিটার্ন পাওয়া যায়। বাজাজ ফিনান্সের একটি স্টক এই ধারণার সত্যতা প্রমাণ করেছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এই মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করে ২৪ বছরে ৩,৬৮১ গুন রিটার্ন পেয়েছেন।
advertisement

সংস্থার আর্থিক অবস্থা

বাজাজ ফিনান্স হল বাজাজ ফিনসার্ভের একটি সহযোগী প্রতিষ্ঠান। আগে এর নাম ছিল বাজাজ অটো ফিনান্স। ২০১০ সালেই এই নাম পরিবর্তন করে বাজাজ ফিনান্স করা হয়। এই কোম্পানিটি টু-হুইলার এবং থ্রি-হুইলার গাড়ি কেনার ঋণ দেওয়ার জন্য শুরু করা হয়েছিল। বাজাজ ফিনান্স আরবিএল ব্যাঙ্ক এবং ডিবিএস ব্যাঙ্কের সাথে যৌথভাবে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ইস্যু করে।

advertisement

২০২২ সালের জুন ত্রৈমাসিকে বাজাজ ফিনান্সের কনসলিটেড মুনাফা ১৫৯ শতাংশ বেড়ে ২,৫৯৬ কোটি টাকা হয়েছে। এই সময়কালের মধ্যে, কোম্পানির নেট সুদের আয়ও ৪৮ শতাংশ বেড়ে ৪,৪৮৯ কোটি টাকা থেকে ৬,৬৩৮ কোটি টাকা হয়েছে। কোম্পানির লোন বুক ৬০ শতাংশ বেড়ে ৭৪.২ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: ১ অক্টোবর থেকে বদলে যেতে চলেছে ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বড় নিয়ম !

advertisement

দুর্দান্ত রিটার্ন

১৯৯৬ সালের ১৮ এপ্রিল বাজাজ ফিনান্সের স্টকের দাম ছিল ৫.৭৮ টাকা। ২ বছর পরে, ১৯৯৮ সালের ১২ অগাস্ট তারিখে শেয়ারের দাম কমে ২.০৪ টাকা হয়ে যায়। ২২ বছর পর, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জে বাজাজ ফিনান্স শেয়ারের মূল্য হয় ৭,৫০৯ টাকা। যদি কোনও বিনিয়োগকারী ১৯৯৮ সালের ২১ অগাস্ট তারিখে এই কোম্পানিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তবে ২০২২ সালে তাঁর বিনিয়োগ ৩,৬৮১ গুণ বৃদ্ধি পেয়ে প্রায় ৩৭ কোটি টাকা হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: দেশের দুটি বড় ব্যাঙ্ক বদলাল FD-র সুদের হার, আপনারও অ্যাকাউন্ট রয়েছে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই শেয়ার গত ৫ বছরে ৩০৩ শতাংশ বেড়েছে। তবে ১ বছরে এই স্টকের মূল্য ৬ শতাংশ কমেছে। গত ১ মাসে বাজাজ ফিনান্স স্টক ৩ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ৬ মাসে স্টকের মূল্য কমেছে ৪.৬৫ শতাংশ। সব মিলিয়ে ২০২২ সালে স্টকটি বেড়েছে ১ শতাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ লক্ষ টাকা বিনিয়োগে ৩৭ কোটি টাকা রিটার্ন! জানুন এই মাল্টিব্যাগার স্টকের বিষয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল