সংস্থার আর্থিক অবস্থা
বাজাজ ফিনান্স হল বাজাজ ফিনসার্ভের একটি সহযোগী প্রতিষ্ঠান। আগে এর নাম ছিল বাজাজ অটো ফিনান্স। ২০১০ সালেই এই নাম পরিবর্তন করে বাজাজ ফিনান্স করা হয়। এই কোম্পানিটি টু-হুইলার এবং থ্রি-হুইলার গাড়ি কেনার ঋণ দেওয়ার জন্য শুরু করা হয়েছিল। বাজাজ ফিনান্স আরবিএল ব্যাঙ্ক এবং ডিবিএস ব্যাঙ্কের সাথে যৌথভাবে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ইস্যু করে।
advertisement
২০২২ সালের জুন ত্রৈমাসিকে বাজাজ ফিনান্সের কনসলিটেড মুনাফা ১৫৯ শতাংশ বেড়ে ২,৫৯৬ কোটি টাকা হয়েছে। এই সময়কালের মধ্যে, কোম্পানির নেট সুদের আয়ও ৪৮ শতাংশ বেড়ে ৪,৪৮৯ কোটি টাকা থেকে ৬,৬৩৮ কোটি টাকা হয়েছে। কোম্পানির লোন বুক ৬০ শতাংশ বেড়ে ৭৪.২ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে বদলে যেতে চলেছে ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বড় নিয়ম !
দুর্দান্ত রিটার্ন
১৯৯৬ সালের ১৮ এপ্রিল বাজাজ ফিনান্সের স্টকের দাম ছিল ৫.৭৮ টাকা। ২ বছর পরে, ১৯৯৮ সালের ১২ অগাস্ট তারিখে শেয়ারের দাম কমে ২.০৪ টাকা হয়ে যায়। ২২ বছর পর, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জে বাজাজ ফিনান্স শেয়ারের মূল্য হয় ৭,৫০৯ টাকা। যদি কোনও বিনিয়োগকারী ১৯৯৮ সালের ২১ অগাস্ট তারিখে এই কোম্পানিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তবে ২০২২ সালে তাঁর বিনিয়োগ ৩,৬৮১ গুণ বৃদ্ধি পেয়ে প্রায় ৩৭ কোটি টাকা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: দেশের দুটি বড় ব্যাঙ্ক বদলাল FD-র সুদের হার, আপনারও অ্যাকাউন্ট রয়েছে
এই শেয়ার গত ৫ বছরে ৩০৩ শতাংশ বেড়েছে। তবে ১ বছরে এই স্টকের মূল্য ৬ শতাংশ কমেছে। গত ১ মাসে বাজাজ ফিনান্স স্টক ৩ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ৬ মাসে স্টকের মূল্য কমেছে ৪.৬৫ শতাংশ। সব মিলিয়ে ২০২২ সালে স্টকটি বেড়েছে ১ শতাংশ।