১ অক্টোবর থেকে বদলে যেতে চলেছে ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বড় নিয়ম !

Last Updated:

এখন আপনার ডেটা চুরি যাওয়ার সম্ভাবনা অনেক বেশি  রয়েছে -

#নয়াদিল্লি: পয়লা অক্টোবর থেকে বদলাতে চলেছে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্টের নিয়ম ৷ রিজার্ভ ব্যাঙ্ক চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন, পয়েন্ট-অফ-সেল, ইন অ্যাপে ব্যবহার করা সমস্ত ক্রেডিট ও ডেবিট কার্ড ডেটা টোকেনর সঙ্গে বদলানো বাধ্যতামূলক করা হয়েছে ৷ এর জন্য সময় সীমা জুলাই থেকে শুরু করা হলেও তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল ৷ টোকেনের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট পেমেন্ট করা বেশি সুরক্ষিত হবে ৷ এর জেরে ডিজিটাল ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
আরবিআই অনুযায়ী, টোকেনাইজেশন সিস্টেমে এখন থেকে অনলাইন প্ল্যাটফর্মে যে কোনও ডেবিট বা ক্রেডিটের ডিটেল সেভ করার আর দরকার পড়বে না ৷ তার বদলে একটি ‘টোকেন’ নামের একটি অপশনাল কোড দেওয়া হবে ৷ একটি টোকেন যুক্ত কার্ড লেনদেন অনেক সুরক্ষিত বলে মনে করা হয় ৷ কারণ লেনদেনের প্রক্রিয়ার জেরে কার্ডের ডিটেল কোনও প্ল্যাটফর্মের সঙ্গে শেয়ার করা হবে না ৷
advertisement
advertisement
এখন আপনার ডেটা চুরি যাওয়ার সম্ভাবনা অনেক বেশি  রয়েছে -
বর্তমানে অনলাইম মার্চেন্ট প্ল্যাটফর্মে অনলাইন কার্ড লেনদেনের জন্য কার্ড নম্বর ও এক্সপায়েরি ডেটের মতো তথ্য সেভ করতে হয় ৷ মার্চেন্ট এই সব তথ্য ভবিষ্যত ব্যবহার জন্য সেভ করে রাখে ৷ এরপর যখন এই সাইটে কিছু কিনবেন তাহলে আপনাকে কেবল সিবিবি দিতে হবে এবং পরে কিছু কিনলে ব্যাঙ্কের তরফে একটি ওটিপি জেনারেট করা হবে ৷ এই জেরে কার্ডের তথ্য চুরির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷
advertisement
এবার দিতে হবে কার্ডের সমস্ত তথ্য -
নয়া নিয়ম লাগু হওয়ার পর অনলাইন কেনাকাটার সময় আপনার কার্ডের সমস্ত তথ্য দিতে হবে ৷ একবার যখন গ্রাহকরা কোনও জিনিসের কেনাকাটা শুরু করে সে ক্ষেত্রে সংস্থার তরফে টোকেনাইজেশন শুরু করা হবে এবং টোকেন করার জন্য অনুমতি চাইবে ৷ একবার অনুমতি দেওয়া পর মার্চেন্ট কার্ড নেটওয়ার্ককে অনুরোধ পাঠিয়ে দেবে ৷ এর জেরে প্রত্যেক কার্ডের জন্য একটি টোকেন নম্বর জেনারেট করা হবে যা ভবিষ্যতে কেনাকাটা করার জন্য অনলাইন বা মার্চেন্ট প্ল্যাটফর্মে সেভ করা যেতে পারে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ অক্টোবর থেকে বদলে যেতে চলেছে ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বড় নিয়ম !
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement