আইডিএফসি দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। এটি অবকাঠামোগত অর্থায়ন, বিনিয়োগ ব্যাঙ্কিং, অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য পরিষেবা প্রদান করে। এছাড়াও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কও আইডিএফসি লিমিটেডের অংশ। তবে আইডিএফসি ব্যাঙ্ক কেবলমাত্র বেসরকারি খাতেই ঋণ দেয়। এটি মূলত ঋণ প্রদানকারী ব্যাঙ্ক। দেশে আইডিএফসির ২০৩টি ব্যাঙ্ক ব্রাঞ্চ ও ১২৯টি এটিএম রয়েছে। এছাড়াও দেশ জুড়ে ৪৫৪টি গ্রামীণ ব্যবসায়িক প্রতিনিধি সেন্টার রয়েছে।
advertisement
আরও পড়ুন: শেয়ার মার্কেটের সূচক নিম্নমুখী, লোকসান নিয়ন্ত্রণে আনবে এই সব কৌশল!
বুধবার বোর্ডের সভা: রবিবার স্টক এক্সচেঞ্জে পাঠানো তথ্যে আইডিএফসি লিমিটেড জানিয়েছে, চলতি মাসের ৬ এপ্রিল কোম্পানির বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার বিষয়ে বিবেচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, গত এক বছরে বিনিয়োগকারীদের ৩৪ শতাংশ রিটার্ন দিয়েছে আইডিএফসি লিমিটেড।
শেয়ার বেড়েছে: কোম্পানির এই ঘোষণার পরেই লাফিয়ে বেড়েছে আইডিএফসি লিমিটেডের শেয়ারের দাম। বর্তমানে এই কোম্পানির শেয়ার প্রতি দাম যাচ্ছে ৪৩.৫০ টাকা। একধাক্কায় বেড়েছে ৪.৩২ শতাংশ। এর আগে গত ট্রেডিং সেশনে অর্থাৎ শুক্রবারে ৪১.৭০ টাকায় বন্ধ হয়েছিল আইডিএফসি-র শেয়ার। বিশেষজ্ঞরা ৫৫.৯৫-এর স্টপলস-সহ দীর্ঘমেয়াদে আইডিএফসি লিমিটেডের শেয়ার কেনার সুপারিশ করেছেন। পাশাপাশি ৬১.১৪-এর স্টপলস-সহ স্বল্প মেয়াদে এর শেয়ার কেনার কথাও বলেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: উচ্চ রিটার্ন পেতে বাজাজ ফিনান্স ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ আদর্শ হতে পারে, জানুন বিশদে!
পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যাবে, গত এক বছরের আইডিএফসি লিমিটেডের শেয়ার ২.৯৮ শতাংশ বেড়েছে। গত ছয় মাসে ২২.৬৭ শতাংশ এবং গত এক মাসে ১৮.৭৯ শতাংশ বেড়েছে শেয়ারের দাম। কোম্পানির নিট মুনাফাও বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে কোম্পানির মোট লাভ ছিল ১৪.৬৪ কোটি টাকা। যা ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় ৪.৬২ কোটি টাকা বেশি।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বাড়িয়েছে: সম্প্রতি গ্রাহকদের বড়সড় স্বস্তি দিয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্টে ৬ শতাংশ পর্যন্ত সুদের হার ঘোষণা করেছে তারা। আগে সর্বোচ্চ সুদের হার ছিল ৫ শতাংশ। ১ এপ্রিল থেকে বর্ধিত সুদের সুবিধা পাচ্ছেন আইডিএফ ব্যাঙ্কের গ্রাহকরা।