আরও পড়ুন: PM Kisan: কবে মিলবে পিএম কিষান যোজনার টাকা ?
জাপানের বিখ্যাত ও বিশ্বের অন্যতম দামি মিয়াজ়াকি আম ফলেছে জলপাইগুড়ির সরকারপাড়ার গৃহবধূ অঙ্কিতা বনিকের বাড়ির উঠোনেই। গ্রীষ্মকাল এলেই আমের স্বাদেই মেতে ওঠে গোটা বাংলা। ফজলি, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি… এই তালিকায় এ বার নাম লিখিয়েছে মিয়াজ়াকি। চোখজুড়োনো লাল রঙের এই আম শুধুই সুস্বাদু নয়, এর দামও আকাশছোঁয়া — এক সময় যা বাজারে আড়াই লক্ষ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে।
advertisement
আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য PNB নিয়ে এল বড় সুখবর ! এখন থেকে আর দিতে হবে না এই চার্জ
অঙ্কিতা দেবীর গল্পটা একটু অন্যরকম। মালদহ থেকে পাওয়া এক উপহার গাছেই হঠাৎ ফলন দিল এই জাপানি আম। প্রথমে চিনতে না পারলেও পরে যখন ফল পেকে ওঠে, তখন চারদিকের নজর গিয়ে পড়ে সেই গাছে। ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এখন সেই আম দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
এই মুহূর্তে বাজারে মিয়াজ়াকি আমের দাম তুলনায় কম — কেজি পাঁচ হাজার টাকার আশেপাশে। তবে দাম নিয়ে ভাবিত নন অঙ্কিতা দেবী। তিনি খুশি, কারণ শখের বাগানে এমন এক দুর্লভ প্রজাতির ফল ফলাতে পেরেছেন — যা অনেকেই কেবল টিভির পর্দায়ই দেখেন।পরিবারের সদস্যরাও খুশি। প্রকৃতির এমন উপহার তাদের কাছে সোনার চেয়ে দামি।“শুধু দাম নয়, নিজের হাতে এমন কিছু ফলাতে পারার আনন্দটাই সবচেয়ে বড়,” বলছেন অঙ্কিতা।এই শখ আর যত্নই হয়তো একদিন জলপাইগুড়িকে নতুন করে চিনিয়ে দেবে!
সুরজিৎ দে