আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করল IOCL, দেখে নিন আপনার শহরে কত টাকা বাড়ল ......
পিএম কিষান স্কিমে প্রত্যেক বছর সরকার কৃষকদের ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে ৷ প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷
advertisement
আরও পড়ুন: পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে মাত্র ১০ হাজার টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা!
জমা দিতে হবে এই তথ্য-
২০১৯ সালে শুরু হওয়া এই যোজনায় বেশ কিছু গড়মিল পাওয়া গিয়েছে, যেগুলি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ স্বচ্ছতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিষান সম্মান নিধি যোজনায় নতুন রেজিস্ট্রেশন করাবেন যাঁরা তাঁদের জমির প্লট নম্বর দিতে হবে ৷ তবে যোজনার সঙ্গে যুক্ত পুরনো সুবিধাভোগীদের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করা হবে না ৷
অনলাইনে রেজিস্ট্রেশন করানোর পদ্ধতি-
এই স্কিমে রেজিস্ট্রেশন করানো বেশ সহজ ৷ বাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷
আরও পড়ুন: আধার কার্ডে কীভাবে বদলাবেন নাম, ঠিকানা ও জন্মতারিখ ? দেখে নিন পুরো পদ্ধতি
এই ভাবে করতে পারবেন রেজিস্ট্রেশন
- প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে যেতে হবে
- এবার Farmers Corner এ গিয়ে ‘New Farmer Registration’ অপশনে ক্লিক করতে হবে
- এরপর আধার নম্বর দিতে হবে
- ক্যাপচা কোড দিয়ে রাজ্য সিলেক্ট করতে হবে
- এই ফর্মে নিজের সমস্ত তথ্য দিতে হবে
- পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির তথ্য দিতে হবে
- এরপর সাবমিট করতে হবে ফর্ম